Sentence কাকে বলে?
যে শব্দ বা শব্দ সমষ্টি মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ করে তাকে Sentence বা বাক্য বলে।
Sentence এর প্রকারভেদ:
বাক্যের কাজ বা অর্থ অনুসারে Sentence কে ৫ ভাগে ভাগ করা হয়।- Assertive Sentence বর্ণনামূলক বাক্য: কোন বাক্যে যদি বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে সেটা Assertive Sentence. যেমনঃ Rakib is a good boy. রাকিব ভালো ছেলে।
- Interrogative Sentence প্রশ্নবোধক বাক্য : যে বাক্যে কোন প্রশ্ন করা বুঝায় সেটা Interrogative Sentence. যেমনঃ Does Rakib play cricket? রাকিব কি ক্রিকেট খেলে?
- Imperative Sentence অনুজ্ঞাসূচক বাক্য : যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝায় সেটা Imperative Sentence. যেমনঃ Shut the door. দরজটা বন্ধ করো।
- Optative Sentence ইচ্ছা ও প্রার্থনাসূচক বাক্য : যে বাক্যে কোন ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেটা Optative Sentence. যেমনঃ May Allah bless you. আল্লাহ তোমার মঙ্গল করুক।
- Exclamatory Sentence আবেগসূচক বাক্য : যে বাক্যে কোন আবেগ বা ইচ্ছা প্রকাশ করে সেটা Exclamatory Sentence. যেমনঃ Hurrah! We have won the game. কি আনন্দ! আমরা খেলায় জিতেছি।
1. Assertive Sentence বর্ণনামূলক বাক্য:
Affirmative: Rakib is a good boy. রাকিব ভালো ছেলে।
Negative: Rakib is not a bad boy. রাকিব খারাপ ছেলে নয়।
2. Interrogative Sentence প্রশ্নবোধক বাক্য :
Affirmative: Does Rakib play cricket? রাকিব কি ক্রিকেট খেলে?
Negative: Doesn't Rakib play cricket? রাকিব কি ক্রিকেট খেলে না?
3. Imperative Sentence অনুজ্ঞাসূচক বাক্য :
Affirmative: Shut the door. দরজটা বন্ধ করো।
Negative: Don't open the door.দরজাটা খুলোনা।
4. Optative Sentence ইচ্ছা ও প্রার্থনাসূচক বাক্য :
Affirmative: May you be happy.তুমি সুখী হও।
Negative: May you not be unhappy. তুমি যেন অসুখী না হও।
5. Exclamatory Sentence আবেগসূচক বাক্য :
Affirmative: Hurrah! we have won the game. কি আনন্দ! আমরা খেলায় জিতেছি।
Negative: Hurrah! we haven't lost the game. কি আনন্দ! আমরা খেলায় হারিনি।
Assertive Sentence, Imperative Sentence এবং Optative Sentence এর শেষে ফুল স্টপ (.) বসে। Interrogative Sentence এর শেষে প্রশ্নচিহ্ন (?) বসে। Exclamatory Sentence এর শেষে Exclamation (!) বা আবেগ চিহ্ন বসে।
এখন আসুন Sentence ৫টির Pattern বা গঠন জেনে নেই।
*Assertive Sentence- ইংরেজি বাক্যের শতকরা প্রায় ৮০% বাক্যই হয় Assertive Sentence এর। তাই এর গঠন জানা খুবই প্রয়োজন।
Subject+Veryb+Object/Complement+Preposition etc.
I am a student.
We learn English at home.
* Interrogative Sentence- গঠণের নিময় ৩ টি।
১. যদি 'be' verb (অর্থাৎ am, is, are, was, were. 'Have' verb ( অর্থাৎ have, has, had) এবং shall, should, will, would, can, could, may, might verb থাকে তবে প্রশ্নবোধক বাক্যে সেই verb টি Subject এর আগে বসে। যেমনঃ
Assertive: Rakib is your younger brother.
Interrogative: Is Rakib your younger brother?
২.উপরোক্ত verb ছাড়া যদি অন্য কোন verb থাকে তবে Subject এর পূর্বে Do, Does বসাতে হয়।
Does Rakib play cricket?
৩. যদি who, whose, whom, which, what, why, when, where, how much, how many প্রভৃতি প্রশ্নবোধক শব্দ থাকে তবে সেটি সবার আগে বসবে-
Whose book is this?
* Optative Sentence-গঠণ করতে May+Assertive
অর্থাৎ May+Assertive = Optative Sentence
যেমনঃ May Allah bless you.
কখনো কখনো 'May' verb উহ্য থাকে। যেমনঃ Long live the king. ( May the king live long).
*Imperative Sentence- এ Subject প্রায়ই উহ্য থাকে এজন্য verb আগে বসে এবং বাকি অংশ Assertive Sentence এর মতই বসে। যেমনঃ
Read the book.
Don't run in the Sun.
*Exclamatory Sentence-এ দুভাবে গঠণ করা যায়।
১. Alas!, Hurrah!, Ah! প্রভৃতি আনন্দ, দূঃক্ষ কিংবা বিস্ময়বোধক শব্দ বসিয়ে-
কি আনন্দ! আমরা খেলায় জিতেছি।Hurrah! We have won the game.
২. What, how ইত্যাদি শব্দ যোগ করে-
What a nice bird it is! কী সুন্দর পাখি!
How happy you are! তুমি কত সুখী!
*Interrogative Sentence এ what, how বসলে verb টি subject এর আগে বসে কিন্তু Exclamatory Sentence এ এরূপ ক্ষেত্রে verb টি Subject এর পরে এবং Sentence শেষে বসে।
পরবর্তী পর্বে আমরা জানবো গঠণ অনুসারে Sentence কত প্রকার ও কী কী?
No comments:
Post a Comment