Jan 30, 2020

ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল পর্ব-০৭। এইচটিএমএল, সিএসএস, পিএইপি, জাভাস্ক্রিপট না জেনেও মাত্র ১০ মিনিটেই তৈরি করুন আপনার ওয়েবসাইট ।

image of wordpress tutorial


আপনি যদি কোন html, css, java, php নাও জানেন তবে কোন সমস্যা নেই। আপনি খুব সহজেই মাত্র ১০ মিনিটে আপনার মনের মত করে আপনার ওয়েব সাইট ডিজাইন করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। তাহলে আসুন দেখি কিভাবে মাত্র ১০ মিনিটে আপনার ওয়েব সাইট ডিজাইন করবেন?


image of hosting c pannel


প্রথমে আপনি যারা ডুমেইন এবং হোস্টিং বিক্রি করে তাদের কাছ থেকে মাত্র ১০০০ বা ১২০০ টাকার মধ্যেই ডুমেইন এবং হোস্টিং কিনুন। এবার আপনার হোস্টিং এর সি প্যানেলের যে লগইন ইনফরমেশন দিবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার হোস্টিংয়ের সিপ্যানেলে প্রবেশ করুন। এবার সি প্যানেলে প্রবেশ করে বাম পাশে আপনার ডুমেইনের তথ্য দেখতে পাবেন। একটু নিচেস্ক্রিপটস এর ঘরে ওয়ার্ডপ্রেস, জুমলা এরকম আরো বহু সিএমএস আছে। আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস নির্বাচন করুণ। ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করুণ। তারপর আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ। এখন Install, overview, fatures, imports এগুলোর মধ্য থেকেInstall   ক্লিক করুণ


এখন Choose Protocol, If your site has SSL, then please choose the HTTPS protocol. এর ঘরে ড্রপডাউন থেকে http://www. নির্বাচন করুণ
এবার Choose Domain,Please choose the domain to install the software. এর এর ঘরে আপনার ডুমেইন এর নাম লিখুন বা সিলেক্ট করুণ। অনেক সময় এখান থেকে সিলেক্ট করতে হয়। যেমন আমার ডুমেইন thepeakplace.com এখন আপনারটার নাম যা তাই লিখুন বা সিলেক্ট করুণ। 

                                       

image of web design








তবে http://www. এটা এই ঘরে আর লিখবেন না কারণ আগের ঘরে http://www. এটা তো লিখেছেন। এঘরে শুধু মূল ডুমেইন লিখবেন যেভাবে আমারটা দেখিয়ে দিলাম
In Directory এর ঘরে খালি রাখুন। এখানে কিছু লেখার প্রয়োজন আপাতত নাই


এবার Site Settings এর অধীনে Site Name এর ঘরে আপনার সাইটের নাম কি হবে তা লিখুন। এটা আপনার ওয়েবসাইট যে বিষয়ের উপর করতে চান। সেই বিষয়ের আলোকে সংক্ষেপে লিখুন।যদি আপনার সাইটটি শিক্ষা বিষয়ে হয় তবে লিখতে পারেন Education Center অথবা Easy Education Center. এবার Site Description এর ঘরে আপনার ওয়েব সাইটের বর্ণনা লিখুন সংক্ষেপে ১৬০ ক্যারেকটারের মধ্যে


Admin Username এর ঘরে আপনার ওয়েব সাইটের জন্য আপনার ইউজার নেম কী হবে বা কী দিতে চান তা লিখুন।  Admin Password এর ঘরে আপনি আপনার পাসওয়ার্ড নির্বাচন করুণ। পাসওয়ার্ডটি যেনস্ট্রং বা শক্তিশালী হয়। সেক্ষেত্রে পাসওয়ার্ডটি যেন একটু লম্বা হয় সেদিকে খেয়াল রাখবেন
এবার আপনার ওয়েব সাইটের ভাষা নির্বাচন করুণ এবং সবশেষে install ক্লিক করুণ। ইনস্টল হয়ে গেলে এবার আপনার ওয়েব সাইট বা ব্লগটি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডেভেলপকরতে হবে। কিভাবে ডেভেলপ করবেন


Exif_JPEG_420


প্রথমে যে এরকম একটি পেজ পাবেন যেখানে আপনার ওয়েব সাইটের ইউআরএল দেখতে পাবেন। এই ইউআরএল যা আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হবে-তার উপর ক্লিক করুণ। এখন আপনাকে আপনার ইনস্টল করা ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে যাবে। এখন আপনি লগইন করে আপনার ড্যাশবোর্ডে যাবেন। যদি লগইন করতে সমস্যা হয় তবে  http://www.example.com/wp-admin/  এই example এর যায়গায় আপনার ডুমেইনের নাম বসিয়ে দিন তারপার ইন্টার চাপুন এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুণ- আর সমস্যা হবেনা


অটোমেটিক ভাবে যে থিম থাকে ওয়ার্ডপ্রেস তা মোটেও ভালো দেখা যায়না। তাই আপনি একটি থিম ইনস্টল করে নিতে পারেন। এর জন্য আপনাকে Appearance থেকে  Themes যান। এখানে কয়েকটি থিম দেওয়া আছে। এখান যে কোন একটি ইনস্টল করে নিতে পারেন। আর পছন্দ না হলে  install themes ক্লিক করে নতুন একটি পছন্দ করুণ। ডান সাইডবার সহ দুই কলামের একটি পছন্দ করুণ যেটি পছন্দ হয় সেটি প্রিভিউ করে দেখে নেন কেমন দেখা যায়। তারপর Install ক্লিক করুণ। আপনার থিম ইনস্টল হয়ে গেলে একটিভেটে ক্লিক করুণ


এখন  আপনার ওয়েব সাইটের ড্যাশবোর্ডের বামপাশে দেখুন Appearance লেখা আছে।  Appearance থেকে  Menu  তে যান। এখন আপনি কী কী মেনু রাখতে চান তা এখান তৈরি করে নিতে হবে। এজন্য Custom Links ক্লিক করুণ। যদি আপনি প্রথম মেনুটার নাম দেন Home তবে লেভেল এর ঘরে Home  লিখুন। আর URL এর স্থানে আপনার ওয়েব সাইটের পুরো এড্রেস বা ঠিকানা যেমন http:// www.alljobsbd.com এরকম ভাবে। তারপর Add to Menu তে ক্লিক করুণ। এখন আপনার একটা মেনু তৈরি হয়ে গেলো। এভাবে আপনি যতগুলো মেনু তৈরি করতে চান ততবার এভাবে করতে পারেবেন


এবার Appearance থেকে Widgets যান।  এখন আপনাকে যে কাজটি করতে হবে তাহলো Available Widgets  থেকে আপনি যে যে অপশন গুলো আপনার ওয়েব সাইটের ডান সাইডবারে শো করাবেন বা দেখাতে চান সেইগুলো সিলেক্ট বা নির্বাচন করুণ যেমন আপনি যদি আর্কাইভস Archieves অপশনটা আনতে চান তবে আর্কাইভস Archieves এর উপর মাউসের কারসার রেখে ডানে চেপে ধরে সাইডবারে ছেড়ে দিন। যাবে বলে ড্রাগ এন্ড ড্রপ। এখন Show Post Counts ক্লিক করে নিচের সেভ ক্লিক করুণ। এখন থেকে যে মাসে যে কয়টি পোস্ট করেছেন তা আর্কাইভস অপশন থেকে জানতে পারবেন


আবারও একইভাবে Available Widgets  থেকে Recent Posts ড্রাগ এন্ড ড্রপ করে সাইডবারে ছেড়ে দিন। এখন একটা টাইটেল দিন। তারপর Number of  Posts  to show এর পাশে কয়টি পোস্ট আপনি সাইডবাবে দেখাতে চান তা লিখুন। সাধারণত ১০  টি দেওয়া ভালো। তারপর সেভ ক্লিক করুণ। এখন থেকে আপনি সর্বশেষ যে ১০টি পোস্ট করেছেন তার শিরোনাম গুলি সাইডবারে দেখা যাবে
এবার একইভাবে Available Widgets থেকে Categories অপশনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে সাইডবারে ছেড়ে দিন। এরপর টাইটেল এর ঘরে Categories লিখুন। পরে দেখনুShow Post Count আছে এবং Show Hierarchy আছে।  দুটির পাশে টিক চিহ্ন দিন। শেষে সেভ ক্লিক করুণ। এখন থেকে আপনি যে ক্যাটাগরিতে আপনার পোস্ট করবেন তা আপনার সাইডবারে দেখা যাবে এবং সাথে দেখা যাবে কোন ক্যাটাগরিতে কয়টি পোস্ট করেছেন। ব্যাস হয়ে গেলো আপনার ওয়েব সাইট ডিজাইন। ঠিক এভাবেই করা হয়েছে এই ওয়েব সাইটি। দেখুন তার একটি স্ক্রিন শর্ট


image of screen shot


সতর্কতা, আপনি যদি কোন ক্যাটাগরিকে মেনুতে বসাতে চান তবে বাম পাশ থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে এডটুমেনু Add to Menu তে ক্লিক করলে সেই ক্যাটাগরিটা মেনুতে সেভ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মেনুতে ক্লিক করলে Nothing Found দেখা যায়। সেক্ষেত্রে আপনি যেই ক্যাটাগরিটা মেনুতে এড করেছেন সেই ক্যাটাগরির উপর মাউসের কারসার রেখে ডানে ক্লিক করে Copy link Location ক্লিক করুন এবং আপনার সেই মেনুতে যেয়ে URL এর ঘরে পেস্ট করে দিয়ে সেভ করুণ। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেলো


এভাবে আপনি কোন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপট, পিএইপি না জেনেও আপনার পছন্দের একটি ওয়েব সাইট ডিজাইন করতে পারবেন মাত্র কয়েক মিনিটে

No comments:

Post a Comment