Jan 29, 2020

ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল পর্ব-১। কিভাবে ওয়েব সাইটে পোস্ট ভিউ কাউন্টার অপশন যোগ করবেন?


বর্তমান বিশ্বে অনেকেই তাদের ব্লগ বা ওয়েবসাইটকে ওয়াডপ্রেস থিম দ্বারা ডেভেলপ করে থাকেন। অনেক ওয়েব সাইট আছে যেখানে তাদের পোস্ট কতবার দেখা হয়েছে বা টোটাল পোস্ট ভিউ কত বার হয়েছে তা দেখা যায়। তখন আমাদের মনে হয় ইস! আমার ওয়েবসাইটিতে যদি এরকম পোস্ট ভিউ কাউন্টার যোগ করতে পারতাম।সেসব বন্ধুদের জন্য সুখবর! সুখবর!সুখবর।


কোন পোষ্ট কত বার দেখা হয়েছে তা দেখার জন্য আমরা PostView প্লাগিনটি ব্যবহার করে থাকি।এটা ছাড়াও  কিন্তু খুব সহজেই আমরা পোস্ট ভিউ কাউন্টার যোগ করতে পারি। তাহলে আসুন দেখি কিভাবে কোন ঝামেলা ছাড়াই আমরা ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট ভিউ কাউন্টার যোগ করতে পারি।
১। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে লগইন করুণ।
২। এবার ড্যাশবোর্ডের বামপাশ থেকে Appearance সিলেক্ট করুণ।
৩।এবার Appearance থেকে Editor  যান।
৪। Editor যেয়ে Functions.php তে যান।
৫। Functions.php এর একদম শেষে যান যেখানে    ?>         এই চিহ্ন আছে তার আগে নিচের কোডটুকু কপি করে পেস্ট করে দিন।



/*Function for post view count starts. Developed by Mungurul Alam*/
function getPostViews($postID){
    $count_key = 'post_views_count';
    $count = get_post_meta($postID, $count_key, true);
    if($count==''){
        delete_post_meta($postID, $count_key);
        add_post_meta($postID, $count_key, '0');
        return "0 Times";
    }
    return $count.' Times';
}
function setPostViews($postID) {
    $count_key = 'post_views_count';
    $count = get_post_meta($postID, $count_key, true);
    if($count==''){
        $count = 0;
        delete_post_meta($postID, $count_key);
        add_post_meta($postID, $count_key, '0');
    }else{
        $count++;
        update_post_meta($postID, $count_key, $count);
    }
}
/*Function for post view count ends*/



৬। এবার Update এ ক্লিক করে সেভ করুণ।
*******এখন আপনার দ্বিতীয় ধাপের কাজ হলো, আপনি  single.php তে যান। এবার নিচের কোডটুকু কপি করে যেখানে পোস্টের ক্যাগাগরি দেখাচ্ছে বা কখন আপনি লেখা পাবলিশ (প্রকাশ) করেছেন দেখা যাচ্ছে সেখানে কোডটি পেস্ট করে আপডেট ফাইল এ ক্লিক করুণ।


 Post Views
<?php
setPostViews(get_the_ID());
?>
<?php
echo getPostViews(get_the_ID())



************ সর্বশেষে আপনাকে যে কাজটি করতে হবে, তা হচ্ছে আপনি index.php তে যেয়ে  নিচের অংশটুকু কপি করে ঠিক আগের মত যেখানে পোস্টের ক্যাগাগরি দেখাচ্ছে বা কখন আপনি লেখা পাবলিশ (প্রকাশ) করেছেন দেখা যাচ্ছে সেখানে কোডটি পেস্ট করে আপডেট ফাইল এ ক্লিক করুণ।
<?php
echo getPostViews(get_the_ID());
?>
ব্যাস হয়ে গেলো আপনার ওয়েবসাইটে পেজ ভিউ কাউন্টার অপশন যোগ করা। এবার চেক করে দেখুন ঠিক আছে কিনা।

No comments:

Post a Comment