সাধারণ জ্ঞান পর্ব-৯। উত্তর আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।
বিশ্বের শ্রেষ্ট অর্থনীতি এবং পরাশক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে বাংলাদেশের বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে উত্তর আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি মহাদেশ।
এক নজরে দেখে নিন উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।
ক্রমিক | দেশের নাম | রাজধানী | মুদ্রা |
১। | যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন ডিসি | ডলার |
২। | কানাডা | অটোয়া | ডলার |
৩। | মেক্সিকো | মেক্সিকো সিটি | নিউ পেসো |
৪। | এল সালভাদর | সান সালভাদর | কোলেন |
৫। | কোস্টারিকা | সানজোসে | কোলেন |
৬। | গুয়েতেমালা | গুয়েতেমালা সিটি | কুয়েটজাল |
৭। | নিকারাগুয়া | মানাগুয়া | করডোবা |
৮। | পানামা | পানামা সিটি | বালবোয়া |
৯। | হন্ডুরাস | তেগুচিগালপা | লেম্পিরা |
১০। | এন্টিগুয়া ও বারমুডা | সেন্ট জোনস | ডলার |
১১। | কিউবা | হাভানা | পেসো |
১২। | গ্রানাডা | সেন্ট জর্জেস | ডলার |
১৩। | জ্যামাইকা | কিংসটন | ডলার |
১৪। | ডোমিনিকা | রোসিয়াউ | ডলার |
১৫। | ডোমিনিকান রিপাবলিক | সেন্ট ডোমিনিগো | পেসো |
১৬। | ত্রিনিদাদ ও টোবাগো | পোর্ট অব স্পেন | ডলার |
১৭। | বারবাডোজ | ব্রিজটাউন | ডলার |
১৮। | বাহামা দ্বীপপুঞ্জ | নাসাউ | ডলার |
১৯। | বেলিজ | বেলমোপান | ডলার |
২০। | সেন্টকিটস | বাসটেরে | ডলার |
২১। | সেন্ট ভিনসেন্ট | কিংসটাউন | ডলার |
২২। | সেন্ট লুসিয়া | কাস্ট্রি | ডলার |
২৩। | হাইতি | পোর্ট অব প্রিন্স | গুর্দে |
২৪। | অ্যাঙ্গুইলা | দ্যা ভ্যালি | ডলার |
২৫। | কেউম্যান দ্বীপপুঞ্জ | জর্জটাউন | কিড |
২৬। | পোয়েটরিকো | সানজুয়ান | ডলার |
২৭। | বারমুডা | হ্যামিলটন | ডলার |
উত্তর আমেরিকার দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ। উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।
No comments:
Post a Comment