Jan 29, 2020

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম।

বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)

চুরুলিয়ার সেই ছেলেটি
ঝাঁকড়া মাথার চুল
তিনি সবার প্রিয় কবি
কাজী নজরুল।


image of kazi nazrul's works


হা চুরুলিয়ার সেই ছেলেটি ‍যিনি আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলা কবিতা এবং কাজী নজরুল ইসলাম যেন এক অবিচ্ছেদ্য অংশ। যিনি সবার সাহিত্য জগতে প্রেরণার উৎস। আজ এই মহান কবির সংক্ষিপ্ত জীবনে যে সাহিত্যের ভান্ডার রচনা করে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবো।


কাব্যগ্রন্থঃ-

১। অগ্নিবীণা (১৯২২)           ২। বিষের বাঁশী (১৯২৪)    
৩। দোলনচাঁপা (১৯২৩)       ৪। ছায়ানট (১৯২৫)
৫। সিন্ধু হিন্দোল (১৯২৭)      ৬। ভাঙ্গার গান (১৯২৪)        
৭। পুবের হাওয়া (১৯২৬)     ৮। সর্বহারা (১৯২৬)
৯।প্রলয়শিখা (১৯৩০)          ১০। সন্ধ্যা (১৯২৯)             
১১। মরুভাস্কর (১৯৫১)       ১২।ঝিঙেফুল (১৯২৬)
১৩। চক্রবাক (১৯২৯)         ১৪। জিঞ্জির (১৯২৮)           
১৫। চন্দ্রবিন্দু (১৯৩১)         ১৬। সঞ্চিতা (১৯২৫)
১৭। ফণিমনসা (১৯২৭)      ১৮। সাতভাই চম্পা ( ১৯৩৩)   
১৯। নির্ঝর (১৯৩৯)           ২০। নতুন চাঁদ (১৯৩৯)
২১। সঞ্চয়ন (১৯৫৫) এটি কবিতা সংকলন


নাটকঃ-

১।আলেয়া (১৯৩১)      
২। পুতুলের বিয়ে (১৯৩৩)      
৩। ঝিলিমিলি (১৯৩০)     
৪। মধুমালা (১৯৬০)   
৫।ঝড় (১৯৬০)


উপন্যাসঃ-

১।কুহেলিকা (১৯৩১)           ২। বাঁধনহারা (১৯২৭)       ৩। মৃত্যুক্ষুধা (১৯৩০)


ছোটগল্পঃ-

১।ব্যথার দান (১৯২২)       ২। রিক্তের বেদন (১৯২৫)      ৩।শিউলিমালা (১৯৩১)
৪।জিনের বাদশা             ৫। পদ্মগোখরা


প্রবন্ধঃ-

১। রাজবন্দীর জবানবন্দী (১৯২৩)        ২।দুর্দিনের যাত্রী (১৯২৬)       ৩। যুগবাণী (১৯২৬)
৪। দিওয়ানে হাফিজ (১৯৩০)          ৫। কাব্যে আমপারা (১৯৩৩)       ৬। মক্তব সাহিত্য (১৯৩৫)


অনুবাদঃ- রুবাইয়াৎ-ই হাফেজ



তার নিষিদ্ধ গ্রন্থগুলোঃ-

১। যুগবানী
২। বিষের বাঁশী
৩। ভাঙ্গার গান
৪। প্রলয়শিখা
৫।চন্দ্রবিন্দু


উৎসর্গকৃত গ্রন্থঃ-

১। সঞ্চিতা কাব্যগ্রন্থটি তিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।
২। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি তিটি বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
৩। বাঁধনহারা উপন্যাসটি তিটি নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করেছিলেন।

No comments:

Post a Comment