Jan 31, 2020

ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

সাধারণ জ্ঞান পর্ব-৭ । ওশেনিয়া মহাদেশের  দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।


countries of oceania



ওশেনিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। এই মহাদেশটি এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে আয়তনে বড় এবং অর্থনীতিতেও মজবুত দেশ দুটি হচ্ছে- অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।


এক নজরে দেখে নিন ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।



ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।অস্ট্রেলিয়াক্যানবেরাডলার
২।নিউজিল্যান্ডওয়েলিংটনডলার
৩।ফিজিসুভাডলার
৪।টোঙ্গোনুকুয়ালোফাফ্রাঙ্ক
৫।পাপুয়া নিউগিনিপোর্ট মোসাবিকিনা
৬।পশ্চিম সামোয়াআপিয়াতালা
৭।নাউরু প্রজাতন্ত্রইয়েরেনডলার
৮।মার্শাল দ্বীপপুঞ্জ মাজুরোমার্কিন ডলার
৯।ট্রুভ্যালুফুনাফুটিডলার
১০।মাইক্রোনেশিয়া পালিকিরমার্কিন ডলার
১১।সলোমন দ্বীপপুঞ্জহোনিয়ারাডলার
১২।পালাউ নেগারুলমার্ডমার্কিন ডলার
১৩।ফ্রেঞ্চ পলিনেশিয়াপাপেট্রিসিএফএ ফ্রাঙ্ক
১৪।ভানুয়াতুভিলাভাটু
১৫।কিরিবাতিতারাওয়াডলার



ওশেনিয়া আমাদের প্রতিবেশি মহাদেশ। এই মহাদেশের দেশগুলোর নাম এবং রাজধানীর নাম জেনে রাখা বিভিন্ন চাকরী পরীক্ষার জন্য সহায়ক হয়।

No comments:

Post a Comment