Jan 29, 2020

বাংলা ভাষায় রচিত বিখ্যাত নাটক সমূহ।

বাংলা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ভাষা। এ ভাষাকে সমৃদ্ধ করার পেছনে বহু কবি, সাহিত্যিকগণ কাজ করে গেছেন নিরলসভাবে। আজকের পর্বে আমরা জনবো-বাংলা ভাষায় রচিত কতিপয় বিখ্যাত ঐতিহাসিক নাটক এবং তাদের রচয়িতার নাম।

image of bangla natok



ক্রমিকঐতিহাসিক নাটকরচয়িতা
১। কৃষ্ঞকুমারীমাইকেল মধুসুদন দত্ত
২। প্রায়শ্চিত্তরবীন্দ্রনাথ ঠাকুর
৩। রক্তাক্ত প্রান্তরমুনীর চৌধুরী
৪। সিরাজউদ্দৌলাগিরীশচন্দ্র ঘোষ
৫। শাজাহানদ্বিজেন্দ্রলাল রায়
৬। বাংলার মসনদক্ষিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
৭। টিপু সুলতানমহেন্দ্র গুপ্ত
৮। নাদির শাহআকবর হোসেন
৯। সিরাজউদ্দৌলাশচীন্দ্রনাথ সেনগুপ্ত
১০। কামাল পাশাইব্রাহীম খাঁ
১১। স্পেন বিজয়ী মুসাইব্রাহীম খলিল
১২। সফররাজ খাঁশাহাদাৎ হোসেন
১৩। অগ্নিগিরিআসকার ইবনে শাইখ
   
   

 

বাংলা ভাষায় রচিত কতিপয় বিখ্যাত সামাজিক নাটক এবং তাদের রচয়িতার নাম।


ক্রমিকসামাজিক নাটকরচয়িতা
১। নীলদর্পনদীনবন্ধু মিত্র
২। কুলীনকুল সর্বস্বরাম নারায়ন তর্করত্ন
৩। বুঁড়ো শালিকের ঘাড়ে রোঁমাইকেল মধুসুদন দত্ত
৪। জমিদার দর্পণমীর মোশারফ হোসেন
৫। সধবার একাদশীদীনবন্ধু মিত্র
৬। মানচিত্রআনিস চৌধুরী
৭। বহ্নিপীরসৈয়দ ওয়ালীউল্লাহ
৮। চিঠিমুনীর চৌধুরী
৯। চিরকুমার সভারবীন্দ্রনাথ ঠাকুর
১০। পুনর্জন্মদ্বিজেন্দ্রলাল রায়
১১। অলীক বাবুজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১২। প্রফুল্লগিরিশচন্দ্র ঘোষ
১৩। ব্যপিকা বিদায়অমৃত লাল বসু
১৪। নবান্নবিজন ভট্টাচার্য
১৫। নয়া খান্দাননুরুল মোমেন
১৬। প্রচ্ছদপটআসকার ইবনে শাইখ
১৭। ছেঁড়াতার তুলসী লাহিড়ী
   

 

বাংলা ভাষায় রচিত / অনুদিত কতিপয় বিখ্যাত ট্রাজেডি নাটক এবং তাদের রচয়িতার নাম।


ক্রমিকট্রাজেডি নাটকরচয়িতা
১। কৃষ্ঞকুমারীমাইকেল মধুসুদন দত্ত
২। ম্যাকবেথশেক্সপিয়র
৩। কিং লেয়ার শেক্সপিয়র
৪। ওথেলোশেক্সপিয়র
৫। হেমলেটশেক্সপিয়র
৬। জুলিও সিজারশেক্সপিয়র
৭। রাজা ও রানীরবীন্দ্রনাথ ঠাকুর
৮। সীগলচেকভ
৯। হেনরী দি ফোর্থপিরানদেল্লো
১০। এন্টিগোনী সফোক্লেস
   
   

আশা করি পোস্টটি যারা বিসিএস বা অন্যান্য চাকরীর  জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ভর্তি পরীক্ষার জন্য পড়াশুনা করছেন তাদের জন্য উপকারে আসবে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।

No comments:

Post a Comment