
Present, Past এবং Future প্রত্যেকের দ্বিতীয়টা হচ্ছে Continuous Tense. আমরা একসাথে আলোচনা করছি তার কারণ হচ্ছে তিনটাই একই রকমের, শুধু সামান্য পার্থক্য আছে। এভাবে আলোচনা করলে আপনাদের শিখতে ও মনে রাখতে খুবই কার্যকর হবে। তাহলে চলুন আসল কথায়- প্রত্যেক Tense এর Continuous গুলো জেনে নেই। Continuous অর্থ- চলমান বা ঘটমান।
- Present Continuous Tense (চলমান বা ঘটমান বর্তমান কাল)
- Past Continuous Tense (চলমান বা ঘটমান অতীত কাল)
- Future Continuous Tense (চলমান বা ঘটমান ভবিষ্যৎ কাল)
Definition (সংজ্ঞা)
Present Continuous Tense-বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে ঘটমান বর্তমান কাল বলে। এটার আরেক নাম Present Progressive.Past Continuous Tense- অতীত কালে কোন কাজ কিছুক্ষণ/ কিছুকাল ধরে চলছিল বুঝালে সেটাকে ঘটমান অতীত কাল বলে। এটার আরেক নাম Past Progressive.
Future Continuous Tense- ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে বুঝালে সেটাকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।
বাংলায় চেনার নিয়মঃ
Present Continuous Tense– বাংলায় ক্রিয়ার শেষে তেছি তেছে’ তেছেন, তেছ’ থাকবে। যেমনঃআমি বই পড়ছি/পড়িতেছি। সে বই পড়ছে/পড়িতেছে। রাকিব ভাত খাচ্ছে/ খাইতেছে। আপনি কাজটি করছেন/ করতেছেন। আমি আজ রাতে ঢাকা যাব। (যদিও এটা সাধারণ ভবিষ্যৎ মনে হতে পারে কিন্তু এটা নিকট ভবিষ্যৎ বুঝাচ্ছে)
এখানে খেয়াল করুন- ক্রিয়ার শেষে তেছি তেছে’ তেছেন, তেছ’ আছে।
Past Continuous Tense- বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন থাকবে। যেমনঃ
আমি ক্রিকেট খেলতেছিলাম। তুমি কাজটি করতেছিলে। সে পুকুরে সাঁতার কাটতেছিলো। আপনি কাজটি করতেছিলেন।
এখানে খেয়াল করুন- ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন আছে।
Future Continuous Tense- বাংলায় ক্রিয়ার শেষে তেথাকব, তেথাকবে, তেখাকবেন থাকে। যেমনঃ
আমি ভাত খাইতেখাকব। তুমি ভাত খাইতেথাকবে। আপনি ভাত খাইতেথাকবেন।
এখানে খেয়াল করুন- ক্রিয়ার শেষে তেথাকব, তেথাকবে, তেখাকবেন আছে।
Structure (গঠন প্রণালী):
Tense এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঠনপ্রণালী সম্পর্কে জানা। আপনাদের জন্য সহজভাবে গঠন প্রণালী আলোচনা করলাম।Subject+am/is/are+Verb এর শেষে ing যোগ+ Object/ Extension
সংক্ষেপে= S+am/is/are+V.ing+(O/E)
I am reading a book. আমি বই পড়িতেছি (পড়ছি)।
He reading a book. সে বই পড়িতেছে (পড়ছে)।
Rakib is eating rice. রাকিব ভাত খাইতেছে (খাচ্ছে)।
( বিশেষ দ্রঃ বাক্যের জন্য শুধুমাত্র Subject ও Verb কিংবা শুধু Verb যথেষ্ট। Object / Extensions শর্ত নয়। থাকলে থাকতে পারে। তাই ব্যাকেটের মধ্যে রেখেছি।)
Past Continuous Tense:
Subject+ was/were+ Verb এর শেষে ing +Object/Extensions
সংক্ষেপে= S+was/were+V.ing+(O/E)
He was doing the work. সে কাজ করিতেছিলো (করছিলো) ।
You were doing the work. তুমি কাজটি করিতেছিলে (করছিলে)। আপনি কাজটি করিতেছিলেন (করছিলেন)।
I was doing the work. আমি কাজটি করিতেছিলাম (করছিলাম)।
( বিশেষ দ্রঃ বাক্যের জন্য শুধুমাত্র Subject ও Verb কিংবা শুধু Verb যথেষ্ট। Object / Extensions শর্ত নয়। থাকলে থাকতে পারে। তাই ব্যাকেটের মধ্যে রেখেছি।)
Future Continuous Tense:
Subject+Shall be /will be+Verb শেষে ing+ Object / Extension
সংক্ষেপে=S+Shall be /will be+v.ing+(O/E)
I shall be eating rice. আমি ভাত খাব।
You will be eating rice. তুমি ভাত খাইতেথাকবে। তোমরা ভাত খাইতেথাকবে। আপনি ভাত খাইতেথাকবেন।
( বিশেষ দ্রঃ বাক্যের জন্য শুধুমাত্র Subject ও Verb কিংবা শুধু Verb যথেষ্ট। Object / Extensions শর্ত নয়। থাকলে থাকতে পারে। তাই ব্যাকেটের মধ্যে রেখেছি।)
৩টিরই গঠনপ্রণালী দেখলেই বুঝা যাচ্ছে যে Subject, Object/ Extension ঠিক থাকবে শুধু Verb এর সামান্য পরিবর্তন হবে।Present Continuous, Past Continuous এবং Future Continuous Tense এ প্রত্যেকটির Verb এর শেষে ing যোগ হয়েছে এবং Verb এর আগে Auxiliary Verb বা সাহার্য্যকারী ক্রিয়া যোগ হয়েছে।
অর্থাৎ Present Continuous এ am/is/are, Past Continuous এ was/were এবং Future Continuous এ Verb আগে Shall be/will beহবে।
আজকের পর্বটির যথাযথ অনুশীলন ছাড়া আগামী পর্বের আলোচনা আপনার কাছে কঠিন মনে হবে। তাই এটি বারবার চর্চা করুন। দেখবেন সংজ্ঞা, বাংলায় চেনার নিয়ম এবং গঠনপ্রণালী আপনার জন্য সহজ হয়ে গেছে তখন পরবর্তী পর্ব খুবই সহজ লাগবে। নতুবা আওলিয়ে ফেলবেন কিন্তু।
No comments:
Post a Comment