Jan 29, 2020

বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম।

image of the poets disguised names


বাংলা ভাষা পৃথিবীর অন্যতম সেরা ভাষা। এই ভাষাকে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ট ভাষা হিসেবে পরিচিতির পেছনে রয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, ডঃ মোঃ শহীদুল্লাহ সহ অনেক কবি-সাহিত্যিকদের অক্লান্ত প্রচেষ্টা। কিন্তু জেনে বিস্মিত হবেন যে, এই সব কবি-সাহিত্যিকরা কিন্তু সব সময় তাদের আসল নামে লিখতেন না। কখনও কখনও তাদের নামের পরিবর্তে ছদ্মনাম ব্যবহার করতেন।



আমরা আজকে জানবো কোন কোন কবি-সাহিত্যিক কোন কোন ছদ্মনামে লেখালেখি করতেন।
ক্রমিক নংকবি-সাহিত্যিকদের নামযে ছদ্মনামে লিখতেন
১।মীর মোশাররফ হোসেনগাজী মিয়া
২।রবীন্দ্রনাথ ঠাকুরভানুসিংহ ঠাকুর
৩।প্রমথ চৌধুরীবীরবল
৪।প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
৫।অনন্ত বড়ুবড়ু চন্ডীদাস
৬।কাজেম আল কোরায়েশীকায়কোবাদ
৭।কালী প্রসন্ন সিংহহুতোম পেঁচা
৮।নারায়ন গঙ্গোপধ্যায়সুনন্দ
৯।মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
১০।মোহিত লাল মজুমদারসত্যসুন্দর দাস
১১।কালীকানন্দঅবধুত
১২।চারুচন্দ্র মুখোপধ্যপয়জরাসন্ধ
১৩।নীহাররঞ্জন গুপ্তবানভট্ট
১৪।ডঃ মনিরুজ্জামানহায়াৎ মাহমুদ
১৫।সমরেশ বসুকালকুট
১৬।রাজশেখর বসুপরশুরাম
১৭।শেখ আজিজুর রহমানশওকত ওসমান
১৮।সুনীল গঙ্গোপধ্যায়নীল লোহিত
১৯।অচিন্ত কুমার সেনগুপ্তনীহারিকা দেবী
২০।বলাইচাঁদ মুখোপধ্যায়বনফুল

  
২১।বিমল ঘোষমৌমাছি
২২।সুবোধ ষোষসুপান্থ
২৩।অখিল নিয়োগীস্বপণবুড়ো
২৪।শ্রীপান্থনিখিল সরকার
২৫।বিনয় মুখোপধ্যায়যাযাবর
২৬।ললিত মুখোপধ্যায়বিজ্ঞানভিক্ষু
২৭।সত্যেন্দ্রনাথ দত্তনবকুমার কবিরত্ন
২৮।প্রফুল্ল চন্দ্র লাহিড়ীকাফি খাঁ
২৯।সৈয়দ মুজতবা আলীওমর খৈয়াম
৩০। শরৎ চন্দ্র চট্টোপধ্যায় অনিলা দেবী
৩১।বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়কমলাকান্ত
৩২।চাণক্য সেনভবানী সেনগুপ্ত
৩৩।দেবেশ রায়বেদুইন
৩৪।গৌর কিশোর ঘোষরূপদর্শী
৩৫।জ্যোর্তিময় ঘোষভাস্কর
৩৬।দীপ্তেন্দ্র সান্যালনীলকণ্ঠ
৩৭।হরিনাথ মজুমদারকাঙাল হরিনাথ
৩৮।রোকনুজ্জামান খানদাদাভাই
৩৯।মইনুদ্দিন আহমেদসেলিম আল দীন
৪০।বিভূতিভূষণ বন্দোপধ্যায়ক্বচিতপ্রৌঢ়
৪১।প্রেমেন্দ্র মিত্রকৃত্তিবাস ভন্দ্র
৪২।প্রবোধ কুমার বন্দ্যোপধ্যায়মানিক বন্দ্যোপধ্যায়
৪৩।তারা শংকর বন্দ্যোপধ্যায়হাবু শর্মা
৪৪।অন্নদাশংকর রায়লীলাময়
৪৫।জসীম উদ্দিনজমীরউদ্দিন মোল্যা
৪৬।মধুসূদন দত্তএ নেটিভ
৪৭।আবুল ফজলশমসের উল আজাদ
৪৮।সোমেন চন্দ্রইন্দ্রোকুমার সেন
৪৯।সতিনাথ ভাদুড়িইন্দ্রকুমার সেন
৫০।মহাস্বেতা দেবীসুমিত্রা দেবী



তো বন্ধুরা পোস্ট পড়ে ভালো লাগলে অন্যকে জানিয়ে দিন। তার জন্য পোস্টটি শেয়ার করতে পারেন।

No comments:

Post a Comment