বাংলা ভাষা পৃথিবীর অন্যতম সেরা ভাষা। এই ভাষাকে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ট ভাষা হিসেবে পরিচিতির পেছনে রয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, ডঃ মোঃ শহীদুল্লাহ সহ অনেক কবি-সাহিত্যিকদের অক্লান্ত প্রচেষ্টা। কিন্তু জেনে বিস্মিত হবেন যে, এই সব কবি-সাহিত্যিকরা কিন্তু সব সময় তাদের আসল নামে লিখতেন না। কখনও কখনও তাদের নামের পরিবর্তে ছদ্মনাম ব্যবহার করতেন।
আমরা আজকে জানবো কোন কোন কবি-সাহিত্যিক কোন কোন ছদ্মনামে লেখালেখি করতেন।
| ক্রমিক নং | কবি-সাহিত্যিকদের নাম | যে ছদ্মনামে লিখতেন |
| ১। | মীর মোশাররফ হোসেন | গাজী মিয়া |
| ২। | রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ ঠাকুর |
| ৩। | প্রমথ চৌধুরী | বীরবল |
| ৪। | প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
| ৫। | অনন্ত বড়ু | বড়ু চন্ডীদাস |
| ৬। | কাজেম আল কোরায়েশী | কায়কোবাদ |
| ৭। | কালী প্রসন্ন সিংহ | হুতোম পেঁচা |
| ৮। | নারায়ন গঙ্গোপধ্যায় | সুনন্দ |
| ৯। | মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
| ১০। | মোহিত লাল মজুমদার | সত্যসুন্দর দাস |
| ১১। | কালীকানন্দ | অবধুত |
| ১২। | চারুচন্দ্র মুখোপধ্যপয় | জরাসন্ধ |
| ১৩। | নীহাররঞ্জন গুপ্ত | বানভট্ট |
| ১৪। | ডঃ মনিরুজ্জামান | হায়াৎ মাহমুদ |
| ১৫। | সমরেশ বসু | কালকুট |
| ১৬। | রাজশেখর বসু | পরশুরাম |
| ১৭। | শেখ আজিজুর রহমান | শওকত ওসমান |
| ১৮। | সুনীল গঙ্গোপধ্যায় | নীল লোহিত |
| ১৯। | অচিন্ত কুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
| ২০। | বলাইচাঁদ মুখোপধ্যায় | বনফুল |
| | |
| ২১। | বিমল ঘোষ | মৌমাছি |
| ২২। | সুবোধ ষোষ | সুপান্থ |
| ২৩। | অখিল নিয়োগী | স্বপণবুড়ো |
| ২৪। | শ্রীপান্থ | নিখিল সরকার |
| ২৫। | বিনয় মুখোপধ্যায় | যাযাবর |
| ২৬। | ললিত মুখোপধ্যায় | বিজ্ঞানভিক্ষু |
| ২৭। | সত্যেন্দ্রনাথ দত্ত | নবকুমার কবিরত্ন |
| ২৮। | প্রফুল্ল চন্দ্র লাহিড়ী | কাফি খাঁ |
| ২৯। | সৈয়দ মুজতবা আলী | ওমর খৈয়াম |
| ৩০। | শরৎ চন্দ্র চট্টোপধ্যায় | অনিলা দেবী |
| ৩১। | বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায় | কমলাকান্ত |
| ৩২। | চাণক্য সেন | ভবানী সেনগুপ্ত |
| ৩৩। | দেবেশ রায় | বেদুইন |
| ৩৪। | গৌর কিশোর ঘোষ | রূপদর্শী |
| ৩৫। | জ্যোর্তিময় ঘোষ | ভাস্কর |
| ৩৬। | দীপ্তেন্দ্র সান্যাল | নীলকণ্ঠ |
| ৩৭। | হরিনাথ মজুমদার | কাঙাল হরিনাথ |
| ৩৮। | রোকনুজ্জামান খান | দাদাভাই |
| ৩৯। | মইনুদ্দিন আহমেদ | সেলিম আল দীন |
| ৪০। | বিভূতিভূষণ বন্দোপধ্যায় | ক্বচিতপ্রৌঢ় |
| ৪১। | প্রেমেন্দ্র মিত্র | কৃত্তিবাস ভন্দ্র |
| ৪২। | প্রবোধ কুমার বন্দ্যোপধ্যায় | মানিক বন্দ্যোপধ্যায় |
| ৪৩। | তারা শংকর বন্দ্যোপধ্যায় | হাবু শর্মা |
| ৪৪। | অন্নদাশংকর রায় | লীলাময় |
| ৪৫। | জসীম উদ্দিন | জমীরউদ্দিন মোল্যা |
| ৪৬। | মধুসূদন দত্ত | এ নেটিভ |
| ৪৭। | আবুল ফজল | শমসের উল আজাদ |
| ৪৮। | সোমেন চন্দ্র | ইন্দ্রোকুমার সেন |
| ৪৯। | সতিনাথ ভাদুড়ি | ইন্দ্রকুমার সেন |
| ৫০। | মহাস্বেতা দেবী | সুমিত্রা দেবী |
তো বন্ধুরা পোস্ট পড়ে ভালো লাগলে অন্যকে জানিয়ে দিন। তার জন্য পোস্টটি শেয়ার করতে পারেন।
No comments:
Post a Comment