Sentence কাকে বলে?
যে শব্দ বা শব্দ সমষ্টি মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ করে তাকে Sentence বা বাক্য বলে।Sentence এর কয়টি অংশ?
Sentence এর অংশ মূলত দুটি। Subject (উদ্দেশ্য) ও Predicate (বিধেয়).বাক্যে যে ব্যক্তি বা বস্তুকে নিয়ে কথা বলা হয় সেটাই Subject.
He draws a picture. সে ছবি আঁকে।
( বাক্যের ক্রিয়াকে কে, কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই Subject। যেমন কে, ছবি আঁকে? উত্তর হবে- সে। তাহলে He (সে) হবে বাক্যের Subject বা কর্তা।)
বাক্যে Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বলে.
বাক্যের draws a picture হচ্ছে Predicate বা বিধেয়।
*বাক্যে সাধারণত Subject আগে বসে এবং Predicate পরে বসে। কিন্তু কখনো কখনো বাক্যের কোন বিশেষ অংশকে জোর দেওয়ার জন্য Subject এর আগে সমগ্র Predicate বা Predicate এর কিছু অংশ আগে বসতে পারে।
যেমনঃ Sweet are the uses of adversity. প্রতিকূল অবস্থার সদ্ব্যবহার কি মধুরই না হয়। এখনে Sweet are হচ্ছে Predicate এবং the uses of adversity হচ্ছে Subject.
*আদেশ অনুরোধমূলক বাক্যে (Imperative Sentence) Subject গোপন থাকে। যেমনঃ
Sit down.
Come Here.
বাক্যদ্বয়ে Subject (you) গোপন রয়েছে।
*কখনো কখনো বিবৃতিমূলক বাক্যে ( Assertive Sentence) Subject গোপন থাকে। যেমনঃ
Thank you.
Hope, you are well.
বাক্যদ্বয়ে Subject ( I) গোপন রয়েছে।
*প্রশ্নবোধক বাক্যে ( Interrogative Sentence) Predicate এর পরের অংশ ( verb বা verb এর একটি অংশ) Subject এর আগে বসে। যেমনঃ
Are you a teacher?
* ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যে ( Optative Sentence ) Subject এর আগে Predicate এর একটি অংশ 'may' verb বসে। যেমনঃ May you live long.
No comments:
Post a Comment