Jan 29, 2020

বাংলা লিপি,ভাষা এবং বাংলা সাহিত্যের যুগ।

বাংলা লিপির ইতিকথা।

১। বাংলা লিপির উৎস কী?  
 উত্তরঃ- ব্রাহ্মী লিপি।
২। ভারতীয় লিপিমালার উদ্ভব হয় কোথা থেকে?  
উত্তরঃ- ভারতীয় চিত্র লিপি হতে।
৩। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? 
 উত্তরঃ-   সেন যুগে।
৪। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কোনটি?
 উত্তরঃ- খরোষ্ঠী এবং ব্রাহ্মী লিপি।
৫। বাংলা লিপি স্থায়ীরূপ লাভ করে কোন যুগে?
উত্তরঃ- পাঠান যুগে।
৬। ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ কী কী? 
উত্তরঃ- পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্বী লিপি।
৭। বিবর্তনের ধারায় কোন বিশেষ লিপি হতে বাংলা লিপির উদ্ভব হয়েছে?
উত্তরঃ- কুটীল লিপি থেকে।
৮। প্রথম বাংলা মুদ্রণ প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ-  শ্রীরামপুর মিশন এটি ১৮০০ খ্রিঃ।
৯। সম্রাট অশোকের অনুশাসনগুলো উৎকীর্ণ কোন লিপিতে?
উত্তরঃ-ব্রাহ্মী লিপিতে।
১০। বাংলাদেশের সবচেয়ে পুরাতন লেখ্য লিপি কোনটি?
উত্তরঃ- অশোকের লিপি।
১১। আর্যদের আগমনের পূর্বে এদেশে কারা ছিল?
উত্তরঃ- অনার্য ভাষাভাষী।
১২। বাংলাদেশে আর্যদের আসার আগে এদেশের লোকেরা কোন ভাষায় কথা বলতো?
উত্তরঃ-কোল বা অস্ট্রিক ভাষায়।

বাংলা ভাষার উৎপত্তি।

১। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে?
উত্তরঃ- প্রাকৃত ভাষা  থেকে।
২। প্রাকৃত ভাষার অর্থ কী?
উত্তরঃ- জনগণের ভাষা।
৩। ডঃ মোহাম্মাদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয় কোন শতকে?
উত্তরঃ- ৭ম শতকে।
৪। বাংলা ভাষার মূল ভাষাগোষ্ঠী কারা?
উত্তরঃ- ইন্দো ইউরোপীয়।
৫। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীন শাখা কোনটি?
উত্তরঃ- আর্য শাখা।
৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
উত্তরঃ- তিনটি- বৈদিক, সাংস্কৃতি এবং বৌদ্ধ সংস্কৃত ভাষা।
৭। আর্যগণের বেদ সংহিতার ভাষা কী ছিল?
 উত্তরঃ- বৈদিক ভাষা।
৮।বিখ্যাত ব্যকরণবিদ পাণিণি কোন ভাষার ছিলেন?
 উত্তরঃ- বৈদিক ভাষার।
৯। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে?
উত্তরঃ- গৌড়ি প্রাকৃত থেকে।
১০। ডঃ সুনিতী কুমার চট্টোপধ্যায় এর মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে?
 উত্তরঃ-  মাগধি অপভ্রংশ হতে।
১১। আর্য জাতি কোথা থেকে আসে?
উত্তরঃ- ইরান থেকে।
১২। বুদ্ধদেবের নির্দেশে যে ভাষা প্রতিষ্ঠা পায়?
উত্তরঃ- পালি।


বাংলা সাহিত্যের যুগ।

১। বাংলা সাহিত্যের যুগকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে?
 উত্তরঃ- ৩টি।
২। বাংলা সাহিত্যের যুগ কী কী?
 উত্তরঃ- আদি যুগ( ৬৫০-১২০০ খ্রিঃ), মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রিঃ) এবং আধুনিক যুগ ( ১৮০১ থেকে বর্তমান)।
৩। বাংলা সাহিত্যের আদি যুগের (৬৫০-১২০০) নিদর্শণ কোনটি?
উত্তরঃ- চর্যাপদ।
৪। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কখন থেকে?
 উত্তরঃ- ১৮০১ খ্রিঃ থেকে।
৫। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
উত্তরঃ- ৬৫০ থেকে ১২০০ খ্রিঃ পর্যন্ত।
৬। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি?
উত্তরঃ-১২০০-১৩৫০ পর্যন্ত মোট এই ১৫০ বছর।
৭। ১২০০-১৩৫০ পর্যন্ত সময়কে কেন অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ- এই যুগে কোন সাহিত্য পাওয়া যায়নি তাই এই যুগকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে।
৮।বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শণ কোনটি?
উত্তরঃ- বড়ু চন্ডিদাশের “শ্রীকৃষ্ঞকীর্তন কাব্য।
৯। বাংলা ভাষার প্রথম মহাকবি কে?
উত্তরঃ - বড়ু চন্ডিদাশ।
১০। চর্যাপদ কী?
উত্তরঃ- বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজন। এটি একটি ধর্ম সংকলন।
১১। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
 উত্তরঃ- ১৯০৭ সালে।
১২। চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন?
উত্তরঃ- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরী থেকে আবিষ্কার করেন।
১৩। চর্যাপদে মোট কতটি পদ ছিল?
উত্তরঃ-  ৫১ টি।  তবে উদ্ধার করা যায় মোট সাড়ে ছেচল্লিশ টি।
১৪। সবচেয়ে বেশি চর্যাপদ কে লিখেছেন?
 উত্তরঃ- কাহ্নপা। তার মোট রচিত ১২ টি চর্যাপদ পাওয়া যায়।
১৫। বাংলা সাহিত্যের কৃষ্ঞ গহবর কোনটি?
 উত্তরঃ- ১২০০ থেকে ১৩৫০ পর্যন্ত এই ১৫০ বছর।

No comments:

Post a Comment