উপসর্গ কাকে বলে?
যে অব্যয়সূচক শব্দাংশ স্বাধীনভাবে বাক্যে বসতে পারেনা বলে অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার।
১। তৎসম উপসগঃ তৎসম বা সংস্কৃত উপসর্গ মোট ২০ টি। নিচের ছড়াটির মাধ্যমে তৎসম উপসর্গ সহজেই মনে রাখা যায় ।প্র পরা সম্ নি অপ
অনু নির দুর বি অব
অপি অধি উৎ পরি প্রতি
আ সু অভি উপ অতি।
২। বাংলা উপসর্গঃ বাংলা উপসর্গ মোট ২১ টি। নিচের ছড়াটির মাধ্যমে তৎসম উপসর্গ সহজেই মনে রাখা যায় ।
অ আ অজ অঘা আড়
রাম অনা হা সু ভর।
কু স সা আন ঊন ইতি
আব কদ বি নি পাতি।
৩। বিদেশী উপসর্গঃ আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষা হতে বাংলা ভাষায় আগত অনেক উপসর্গ দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হচ্ছে।
যেমনঃ
ফারসি উপসর্গ- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
আরবি উপসর্গ- আম, খাস, লা, বাজে, পর, খয়ের
ইংরেজি উপসর্গ- ফুল, হাফ, হেড, সাব
উর্দু- হিন্দি উপসর্গ- হর,
No comments:
Post a Comment