Jan 27, 2020

বিসিএস সহ বিভিন্ন চাকরী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদ ।

বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার আছে অতি উন্নতমানের ব্যকরণ। এই ব্যকরণ অতি সমৃদ্ধ। বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় সন্ধি বিচ্ছেদ আসে। বলা যায় প্রায় প্রত্যেকটি চাকরীর জন্য কিছু গুরুত্বপূর্ণ  অধ্যায় হচ্ছে সন্ধি ।
পাশাপাশি দুই বা ততোধিক বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি মূলত ৩ প্রকার । স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি এবং বিসর্গ সন্ধি। আসুন চাকরীর প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদ জেনে নেই।
প্রদত্ত শব্দসন্ধি বিচ্ছেদপ্রদত্ত শব্দসন্ধি বিচ্ছেদ
শতেকশত+এককতেককত+ এক
শাঁখারিশাঁখা+ আরিরূপালিরূপা + আলি
মিথ্যুকমিথ্যা + উকহিংসুকহিংসা + উক
কুড়িককুড়ি + একধনিকধনি + এক
বারেকবার + একতিনেকতিন + এক
হিমাচলহিম+ আচলহিমালয়হিম + আলয়
নরাধমনর + অধমপ্রাণাধিকপ্রাণ + অধিক
সিংহাসনসিংহ+ আসনবিদ্যালয়বিদ্যা + আলয়
শুভেচ্ছশুভ + ইচ্ছাযথেষ্টযথা + ইষ্ট
মহেশমহা + ঈশসূর্যদয়সূর্য + উদয়
যথোচিতযথা + উচিতদেবর্ষিদেব + ঋষি
শীতার্তশীত + ঋততৃষ্ঞার্ততৃষ্ঞা + ঋত
ক্ষুধার্তক্ষুধা + ঋতজনৈকজন + এক
মতৈক্যমত + ঐক্য মহৌষধিমহা + ঔষধি
অতীতঅতি + ইতপরীক্ষাপরি + ঈক্ষা
অত্যন্তঅতি + অন্ত ইত্যাদিইতি + আদি
অত্যুক্তিঅতি + উক্তিপ্রত্যেকপ্রতি + এক
প্রত্যহপ্রতি  + অহঅত্যাধিকঅতি + অধিক
প্রত্যাশাপ্রতি + আশাঅদ্যন্তআদি + অন্ত
মরূদ্যানমরু + উদ্যানস্বাগতসু + আগত

অন্বেষণঅনু + এষণনয়ননে + অন
নায়কনৈ + অকপবনপো + অন
গবাদিগো + আদিগবেষণাগো + এষণা
পবিত্রপো + ইত্রনাবিকনৌ + ইক
ভাবুকভৌ + উকশয়নশে + অন
গায়কগৈ + অকলবণলো + অন
দিগন্তদিক্ + অন্তসুবন্তসুপ + অন্ত
একচ্ছত্রএক + ছত্রপরিচ্ছদপরি + ছদ
সচ্চিন্তাসৎ + চিন্তাউচ্ছেদউৎ + ছেদ
সজ্জনসৎ + জনকুজ্ঝটিকাকুৎ + ঝটিকা
উড্ডীনউৎ + ডীনউদ্ধারউৎ + হার
পদ্ধতিপদ + হতিউল্লাসউৎ + লাস
বাগদানবাক্ + দানষড়যন্ত্রষট + যন্ত্র
উদ্যোগউৎ + যোগতদ্রুপতৎ + রূপ
শঙ্কাশম্ + কাসঞ্চয়সম্ + চয়
সংগতসম + গতঅহংকারঅহম্ + কার
সংখ্যাসম্ + খ্যাসংযমসম্ + যম
সংলাপসম্ + লাপসংহারসম্ + হার
সংবাদসম্ + বাদসংশয়সম্ + শয়
সংরক্ষণসম্ + রক্ষণসংসারসম্ + সার

তৎকালতদ + কালকৃষ্টিকৃষ্ + তি
উত্থানউৎ + স্থানসংস্কারসম্ + কার
উত্থাপনউৎ + স্থাপনসংস্কৃতসম্ + কৃত
পরিষ্কারপরি + কারতিরোধানতিরঃ + ধান
ততোধিকততঃ + অধিকমনোরমমনঃ + রম
মনোহরমনঃ + হরতপোবনতপঃ + বন
অন্তর্গতঅন্তঃ + গতপুনরায়পুনঃ + আয়
অহরহঅহঃ+ অহঅন্তর্ভুক্তঅন্তঃ + ভুক্ত
নিরাকারনিঃ + আকারআশীর্বাদআশীঃ + বাদ
দুর্যোগদুঃ + যোগবহির্গতবহিঃ + গত
নীরবনিঃ + রবনীরসনিঃ + রস
নিশ্চয়নিঃ চয়শিরচ্ছেদশিরঃ + ছেদ
নিষ্ঠুরনিঃ + ঠুরদুস্তরদুঃ + তর
দুস্থদুঃ + থপদস্থলনপদঃ + খলন
দুষ্করদুঃ + করমনঃকষ্টমনঃ + কষ্ট
ভাস্করভাঃ + করঅহর্নিশঅহঃ + নিশা
অহরহঅহঃ + অহদুষ্প্রাপ্যদুঃ + প্রাপ্য
আবিষ্কারআবিঃ + কারচতুষ্পদচতুঃ + পদ
ইত্যাদি ইতি + আদিমৃন্ময়মৃৎ + ময়
উচ্চারণউৎ + চারণরবীন্দ্ররবি + ইন্দ্র
চাকরি পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু  সন্ধি বিচ্ছেদ আছে। এগুলোর নাম নিপাতনে সিদ্ধ সন্ধি

No comments:

Post a Comment