Jan 29, 2020

কবি সাহিত্যিকদের উপাধি সমূহ।

image of the title of poets



যে সব কবি সাহিত্যিকগণ আমাদের বাংলা ভাষাকে লেখনি শক্তির মাধ্যমে বিশ্বের দরবারে উচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল। আজকের পর্বে আমরা জানবো বাংলা ভাষায় বিভিন্ন কবি ও সাহিত্যিকদের উপাধিসমূহ।


ক্রমিককবি/ সাহিত্যিকদের নামউপাধী
১।কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি, জাতীয় কবি
২।রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বকবি, নাইট
৩।জসীমউদ্দীনপল্লী কবি
৪।গোলাম মোস্তফাকাব্য সুধাকর
৫।ফররুখ আহমমমুসলিম রেঁনেসার কবি
৬।বঙ্কিমচন্দ্র টট্টোপধ্যায়সাহিত্য সম্রাট
৭।ঈশ্বর চন্দ্রবিদ্যাসাগর, গদ্যের জনক
৮।হেমচন্দ্রবাংলার মিলটন
৯।ঈশ্বরচন্দ্র গুপ্তযুগ সন্ধিক্ষণের কবি
১০।ভারত চন্দ্ররায় গুনাকর
১১।জীবনানন্দ দাসরূপসী বাংলার কবি, তিমির হননের কবি
১২।মালাধর বসুগুনরাজ খাঁন
১৩।মুকুন্দরামকবি কঙ্কন
১৪।বাহারাম খানদৌলত উজির
১৫।মধুসূদন দত্তবাংলা সনেটের জনক
১৬।বিহারীলাল চক্রবর্তীভোরের পাখি
১৭।আব্দুল করিমসাহিত্য বিশারদ
১৮।সত্যেন্দ্রনাথ দত্তছন্দের জাদুকর
১৯।সমরসেননাগরিক কবি
২০।শ্রীকর নন্দীকবিন্দ্র পরমেশ্বর
২১।বিদ্যাপতিমিথিলার কবি, পদাবলীর কবি
২২।মজিবর রহমানসাহিত্য রত্ন
২৩।যতীন্দ্রনাথ বাগচীদুঃখবাদের কবি
২৪।সৈয়দ আলাওলমহাকবি, কবিগুরু
২৫।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীস্বপ্নাতুর কবি
২৬।বেগম রোকেয়অমুসলিম নারী জাগরণের অগ্রদূত
২৭। গোবিন্দ দাসস্বভাব কবি
 ২৮।ড.মুহাম্মদ শহীদুল্লাহভাষাবিজ্ঞানী
 ২৯। মুকুন্দরাম দাসচারণ কবি
 ৩০।রাম নারায়নতর্করত্ন
 ৩১।সুধীন্দ্রনাথ দত্তক্লাসিক কবি
 ৩২।বিষ্ঞুদেমার্কসবাদী কবি
 ৩৩। সুকান্ত ভট্টাচর্যকিশোর কবি
 ৩৪।মোজাম্মেল হকশান্তিপুরের কবি
 ৩৫।আব্দুল কাদিরছান্দসিক কবি
 ৩৬।শরৎচন্দ্র টট্টোপধ্যায়অপরাজেয় কথাশিল্পী
 ৩৭। সুভাষ মুখোপধ্যায়পদাতিকের কবি
 ৩৮।নুরুন্নেসা খাতুনসাহিত্য স্বরস্বতী, বিদ্যা বিনোদনী
 ৩৯।বিনয়কৃষ্ঞ মুখোপধ্যায়যাযাবর
 ৪০।দীনবন্ধু মিত্ররায় বাহাদুর



আশা করি পোস্টটি যারা বিসিএস সহ অন্যান্য চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তাদের জন্য অনেক উপকারে আসবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা নিবন্ধন পরীক্ষায় কাজে আসবে।

No comments:

Post a Comment