যে সব কবি সাহিত্যিকগণ আমাদের বাংলা ভাষাকে লেখনি শক্তির মাধ্যমে বিশ্বের দরবারে উচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল। আজকের পর্বে আমরা জানবো বাংলা ভাষায় বিভিন্ন কবি ও সাহিত্যিকদের উপাধিসমূহ।
ক্রমিক | কবি/ সাহিত্যিকদের নাম | উপাধী |
১। | কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি, জাতীয় কবি |
২। | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বকবি, নাইট |
৩। | জসীমউদ্দীন | পল্লী কবি |
৪। | গোলাম মোস্তফা | কাব্য সুধাকর |
৫। | ফররুখ আহমম | মুসলিম রেঁনেসার কবি |
৬। | বঙ্কিমচন্দ্র টট্টোপধ্যায় | সাহিত্য সম্রাট |
৭। | ঈশ্বর চন্দ্র | বিদ্যাসাগর, গদ্যের জনক |
৮। | হেমচন্দ্র | বাংলার মিলটন |
৯। | ঈশ্বরচন্দ্র গুপ্ত | যুগ সন্ধিক্ষণের কবি |
১০। | ভারত চন্দ্র | রায় গুনাকর |
১১। | জীবনানন্দ দাস | রূপসী বাংলার কবি, তিমির হননের কবি |
১২। | মালাধর বসু | গুনরাজ খাঁন |
১৩। | মুকুন্দরাম | কবি কঙ্কন |
১৪। | বাহারাম খান | দৌলত উজির |
১৫। | মধুসূদন দত্ত | বাংলা সনেটের জনক |
১৬। | বিহারীলাল চক্রবর্তী | ভোরের পাখি |
১৭। | আব্দুল করিম | সাহিত্য বিশারদ |
১৮। | সত্যেন্দ্রনাথ দত্ত | ছন্দের জাদুকর |
১৯। | সমরসেন | নাগরিক কবি |
২০। | শ্রীকর নন্দী | কবিন্দ্র পরমেশ্বর |
২১। | বিদ্যাপতি | মিথিলার কবি, পদাবলীর কবি |
২২। | মজিবর রহমান | সাহিত্য রত্ন |
২৩। | যতীন্দ্রনাথ বাগচী | দুঃখবাদের কবি |
২৪। | সৈয়দ আলাওল | মহাকবি, কবিগুরু |
২৫। | সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী | স্বপ্নাতুর কবি |
২৬। | বেগম রোকেয়অ | মুসলিম নারী জাগরণের অগ্রদূত |
২৭। | গোবিন্দ দাস | স্বভাব কবি |
২৮। | ড.মুহাম্মদ শহীদুল্লাহ | ভাষাবিজ্ঞানী |
২৯। | মুকুন্দরাম দাস | চারণ কবি |
৩০। | রাম নারায়ন | তর্করত্ন |
৩১। | সুধীন্দ্রনাথ দত্ত | ক্লাসিক কবি |
৩২। | বিষ্ঞুদে | মার্কসবাদী কবি |
৩৩। | সুকান্ত ভট্টাচর্য | কিশোর কবি |
৩৪। | মোজাম্মেল হক | শান্তিপুরের কবি |
৩৫। | আব্দুল কাদির | ছান্দসিক কবি |
৩৬। | শরৎচন্দ্র টট্টোপধ্যায় | অপরাজেয় কথাশিল্পী |
৩৭। | সুভাষ মুখোপধ্যায় | পদাতিকের কবি |
৩৮। | নুরুন্নেসা খাতুন | সাহিত্য স্বরস্বতী, বিদ্যা বিনোদনী |
৩৯। | বিনয়কৃষ্ঞ মুখোপধ্যায় | যাযাবর |
৪০। | দীনবন্ধু মিত্র | রায় বাহাদুর |
আশা করি পোস্টটি যারা বিসিএস সহ অন্যান্য চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তাদের জন্য অনেক উপকারে আসবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা নিবন্ধন পরীক্ষায় কাজে আসবে।
No comments:
Post a Comment