Jan 30, 2020

ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল পর্ব-২১। কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট থেকে অন্যদের পোস্ট কপি বন্ধ করবেন?

how to stop copy paste from wordpress site

আমরা যারা নিয়মিত লেখালেখি করি নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটে তাদের কাছে পরিচিত একটা শব্দ হচ্ছে কপি পেস্ট। আমরা অনেক কষ্ট করে কোন পোস্ট লিখি আর কিছু অনলাইনে চোর আছে তারা কোন ভালো মানের পোস্ট পেলেই কপি করে তাদের ব্লগ বা ওয়েবসাইটে হুবহু কিংবা আংশিক নকল করে প্রকাশ করে থাকে। আমি নিজেও দেখেছি আমার এই সাইটের অনেক পোস্ট কপি করে তাদের ওয়েবসাইটে বা ব্লগে প্রকাশ করেছে হুবহু। বিষয়টা খুবই হতাশাজনক। এরকম সমস্যা অনেকেই পড়েছেন। তাই আজকে পর্বে আমি আলোচনা করবো কিভাবে কোন কোডিং না জেনেই ওয়ার্ডপ্রেস সাইটে কপি পেস্ট বন্ধ করে দিবেন।

১। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ বা ্ওয়েবসাইটে লগইন করুন।
২।ড্যাশবোর্ডের বামপাশে Plugins<Add New
৩। এরপর সার্চপ্লাগইন বক্সে WP Content Copy Protection & No Right Click লিখে সার্চ করুন।


copy paste stop from wordpress sites



৪। এরকম একটি প্লাগইন দেখতে পাবেন। এখন  Install Now তে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে অটোমেটিক।
৫। এরপর Activate এ ক্লিক করুন। অটোমেটিকভাবে কিছুক্ষণের মধ্যে প্লাগইনটি একটিভেট হয়ে যাবে।
৬। এখন Plugins< Installed Plugins এ গিয়ে যে প্লাগইনটি একটু আগে একটিভেট করেছেন সেটা দেখতে পাবেন।
wordpress sites stop copy paste



৭। এখন Settings  এ ক্লিক করুন। Main Settings এ ক্লিক করে আপনার পছন্দ মত সেটিংস করুন।
৮। Save Settings এ ক্লিক করে সেভ করুন।
এই প্লাগইনটির কিছু বৈশিষ্ট্য হচ্ছে- আপনার সাইটের পোস্ট, ইমেজ সব সেফ কারণ কেউ আর কপি করতে পারবেন এবং আপনার ইমেজও ডাউনলোড করতে পারবেনা। কোন ভিজিটর  আপনার সাইটে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে পারবেনা।  CTRL+A, CTRL+C, CTRL+X,CTRL+S or CTRL+V. কি বাটন গুলো ডিসএবল করবে ভিজিটরের জন্য। তো প্রিয় ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহারকারী ভাইয়েরা, আশা করছি ফ্রি প্লাগইন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে সেফ রাখুন কপি পেস্ট করা থেকে।

No comments:

Post a Comment