Jan 26, 2020

সূরা আন নাস বাংলা অর্থসহ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।

Sura No-114 (সূরা নং-১১৪)

Sura An Naas (সূরা আন নাস)

মোট আয়াত সংখ্যাঃ  ৬ টি।
নাজিলের স্থানঃ সূরা আন নাস পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। এজন্য এই সূরাকে মাক্কী সূরা বলে।
আয়াত নং    বাংলায় অর্থ                 আরবি আয়াত
১। বল, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপারকের কাছে।

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

২। মানুষের অধিপতির কাছে।

مَلِكِ النَّاسِ

৩। মানুষের উপাস্যের কাছে।

إِلَٰهِ النَّاسِ

৪। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে।

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

৫। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

৬। (এই কুমন্রণা) জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

 

সূরা আন নাসের বাংলা শাব্দিক অর্থ

আরবি শব্দবাংলা অর্থ

قُلْ

 ( হে নবী ) বল, বলুন

أَعُوذُ

আমি আশ্রয় চাচ্ছি

بِرَبِّ

প্রতিপালকের, প্রতি পালকের কাছে

النَّاسِ

মানুষ, মানুষ জাতীর

مَلِكِ

অধিপতি, বাদশাহ,

إِلَٰهِ

উপাস্য , ইলাহ

مِنْ

হতে ,  থেকে ,

شَرِّ

ক্ষতি, অনিষ্ট

الْوَسْوَاسِ

 ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, বাজে পরামর্শ

الْخَنَّاسِ

আত্নগোপনকারী, যে নিজেকে লুকিয়ে রাখে

الَّذِي

যে , ‍যিনি

يُوَسْوِسُ

কুমন্ত্রণা দেয়,

فِي

মধ্যে

صُدُورِ

 অন্তর সমূহ

مِنَ

হতে , থেকে

الْجِنَّةِ

জ্বীন, শয়তান

j

No comments:

Post a Comment