Jan 26, 2020

টি২০ ক্রিকেটে সর্বকালের সেরা ৫ জন অলরাউন্ডার।

২০০৫ সালের ১৭ই ফেব্রুয়ারী অকল্যান্ডের ইডেনপার্কে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই থেকে অদ্যবধি টি২০ ক্রিকেটে ভুরি ভুরি অলরাউন্ডার দেখেছে ক্রিকেট বিশ্ব। টি২০ ক্রিকেটে আজ অলরাউন্ডারদের জয়জয়কার। টি২০ ম্যাচে একজন অলরাউন্ডারের কদর সব থেকে বেশি।  আজকে আমরা জানবো ২০০৫ সাল থেকে আজ পর্যন্ত টি২০ ক্রিকেটে  সেরা ১০ জন অলরাউন্ডার কে কে? অবশ্য এটি পরিসংখ্যানের উপর ভিত্তি করে। যদিও সেরা ১০ জন পছন্দ করার কাজটা কঠিনই বটে। নূন্যতম ১০০০ রান এবং ৫০ উইকেট পাওয়া অলরাউন্ডারদের মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা ১০ জন অলরাউন্ডার। তাহলে চলুন দেখে নেই কে কে আছেন সেরা ১০ জন অলরাউন্ডারের তালিকায়।

ক্রমিকনাম  দেশম্যাচরান সংখ্যাউইকেট
১।সাকিব আল হাসান (বাংলাদেশ)৭৬১৫৬৭৯২
২।শহীদ আফ্রিদী (পাকিস্তান)৯৮১৪০৫৯৭
৩।মোহাম্মদ নবী (আফগানিস্তান)৭২১২৯১৬৯
৪।কেভিন ও ব্রেইন (আয়ারল্যান্ড)৯০১৫০৪৫৮
৫।মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)৮৯১৯০৮৫৪

১।সাকিব আল হাসান (বাংলাদেশ): পরিসংখ্যান নয় পারফরমেন্স এর বিচারে সাকিব আল হাসান টি২০ ক্রিকেট নামক ছোট সংস্করণের এই খেলায় সর্বকালের সেরা অলরাউন্ডার এতে কোন সংশয় নেই। তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। বিশ্বক্রিকেটে সাকিব আল হাসানের মত সব্যসাচী ক্রিকেটার বিরল। ব্যাট বল দুদিকেই সমান পারদর্শী একজন ক্রিকেটার তিনি। ভারতীয় কয়েকটি গণমাধ্যম তাকে টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছেন।  ২০০৭ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তার টি২০ ক্রিকেটে অভিষেক হয় এবং তিনি দাপটের সাথে এখনও খেলে চলেছেন। ছোট দলের বড় তারকা হওয়ার কারণে বাংলাদেশ  টি২০ ক্রিকেট খেলার সুযোগ খুব কমই পায়। এজন্য তিনি এ পর্যন্ত মাত্র ৭৬ টি টি২০ ম্যাচ খেলার সুযোগ পান। ৭৬টি ম্যাচ খেলে ৭৬ ইনিংস ব্যট করে ২৩.৭৪ গড়ে ১৫৬৭ রান করেন। ৯ টি অর্ধশতক আছে তার ক্যারয়ারে। ৮৪ রান তার ক্যারিয়ার সেরা টি২০ ইনিংস। এছাড়া তিনি ৭৬ ম্যাচ খেলে ৭৫ ইনিংসে বল করে ২০.৫৮ গড়ে ৯২ টি উইকেট লাভ করেন। ক্যারিয়ারে তিনি ১ বার ৫  উইকেট পান।২০ রানে ৫ উইকেট তার  সেরা বোলিং ফিগার। এর পরেও পারফরমেন্স এর বিচারে সর্বকালের সেরাদের একজন থাকবেন তিনি। বিশ্বের বিভিন্ন টি২০ লিগের নিয়মিত একজন অপরিহার্য খেলোয়াড় তিনি। মহান এই অলরাউন্ডারকে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা থাকলো।













No comments:

Post a Comment