ক্রমিক | নাম ও দেশ | ম্যাচ | রান সংখ্যা | উইকেট |
১। | সাকিব আল হাসান (বাংলাদেশ) | ৭৬ | ১৫৬৭ | ৯২ |
২। | শহীদ আফ্রিদী (পাকিস্তান) | ৯৮ | ১৪০৫ | ৯৭ |
৩। | মোহাম্মদ নবী (আফগানিস্তান) | ৭২ | ১২৯১ | ৬৯ |
৪। | কেভিন ও ব্রেইন (আয়ারল্যান্ড) | ৯০ | ১৫০৪ | ৫৮ |
৫। | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) | ৮৯ | ১৯০৮ | ৫৪ |
১।সাকিব আল হাসান (বাংলাদেশ): পরিসংখ্যান নয় পারফরমেন্স এর বিচারে সাকিব আল হাসান টি২০ ক্রিকেট নামক ছোট সংস্করণের এই খেলায় সর্বকালের সেরা অলরাউন্ডার এতে কোন সংশয় নেই। তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। বিশ্বক্রিকেটে সাকিব আল হাসানের মত সব্যসাচী ক্রিকেটার বিরল। ব্যাট বল দুদিকেই সমান পারদর্শী একজন ক্রিকেটার তিনি। ভারতীয় কয়েকটি গণমাধ্যম তাকে টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছেন। ২০০৭ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তার টি২০ ক্রিকেটে অভিষেক হয় এবং তিনি দাপটের সাথে এখনও খেলে চলেছেন। ছোট দলের বড় তারকা হওয়ার কারণে বাংলাদেশ টি২০ ক্রিকেট খেলার সুযোগ খুব কমই পায়। এজন্য তিনি এ পর্যন্ত মাত্র ৭৬ টি টি২০ ম্যাচ খেলার সুযোগ পান। ৭৬টি ম্যাচ খেলে ৭৬ ইনিংস ব্যট করে ২৩.৭৪ গড়ে ১৫৬৭ রান করেন। ৯ টি অর্ধশতক আছে তার ক্যারয়ারে। ৮৪ রান তার ক্যারিয়ার সেরা টি২০ ইনিংস। এছাড়া তিনি ৭৬ ম্যাচ খেলে ৭৫ ইনিংসে বল করে ২০.৫৮ গড়ে ৯২ টি উইকেট লাভ করেন। ক্যারিয়ারে তিনি ১ বার ৫ উইকেট পান।২০ রানে ৫ উইকেট তার সেরা বোলিং ফিগার। এর পরেও পারফরমেন্স এর বিচারে সর্বকালের সেরাদের একজন থাকবেন তিনি। বিশ্বের বিভিন্ন টি২০ লিগের নিয়মিত একজন অপরিহার্য খেলোয়াড় তিনি। মহান এই অলরাউন্ডারকে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা থাকলো।
No comments:
Post a Comment