بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
Sura No-113 (সূরা নং-১১৩)
Sura Al Falaq (সূরা আল ফালাক)
মোট আয়াত সংখ্যাঃ ৫ টি।
নাজিলের স্থানঃ সূরা আল ফালাক পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। এজন্য এই সূরাকে মাক্কী সূরা বলে।
| আয়াত নং | বাংলায় অর্থ | আরবি আয়াত |
| ১। | বল, আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের কাছে। |
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
|
| ২। | তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। |
مِنْ شَرِّ مَا خَلَقَ
|
| ৩। | আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। |
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
|
| ৪। | এবং গিরায় ফুকদানকারী নারীর অনিষ্ট হতে |
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
|
| ৫। | এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে । |
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
|
সূরা আন নাসের বাংলা শাব্দিক অর্থ
| আরবি শব্দ | বাংলা অর্থ |
قُلْ
| ( হে নবী ) বল, বলুন |
أَعُوذُ
| আমি আশ্রয় চাচ্ছি |
بِرَبِّ
| প্রতিপালকের, প্রতি পালকের কাছে |
الْفَلَقِ
| ঊষা, প্রভাত, সকাল |
مِنْ
| হতে, থেকে |
شَرِّ
| ক্ষতি, অনিষ্ট |
مَا
| যা |
خَلَقَ
| তিনি সৃষ্টি করেছেন, |
غَاسِقٍ
| অন্ধকার রাত, তিমির রাত, |
إِذَا
| যখন |
وَقَبَ
| অন্ধকারে ঢেকে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় |
النَّفَّاثَاتِ
| ফুকদানকারী, যাদুকর |
فِي
| মধ্যে |
الْعُقَدِ
| গিরা, |
حَاسِدٍ
| হিংসুক, হিংসাকারী |
حَسَدَ
| হিংসা করে |
j
No comments:
Post a Comment