Case কাকে বলে?
Noun এর সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ককে Noun এর Case বা কারক বলা হয়।Case কত প্রকার ও কী কী?
Case কে মূলত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ-1. Nominative Case: যখন কোন Noun বা Pronoun কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative Case বলে। যেমনঃ
Rakib threw a stone. (রাকিব পাথর নিক্ষেপ করেছিলো)। এখানে Rakib হচ্ছে Nominative Case কারণ Rakib বাক্যে কর্তারূপে ব্যবহৃত হয়েছে।
বাক্যের ক্রিয়াকে কে, কারা, দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা কর্তা হবে।
2. Objective Case: যখন কোন Noun বা Pronoun কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে Objective Case বলে। যেমনঃ Rakib threw a stone. এখানে a stone হচ্ছে Objective Case কারণ এটা কর্মরূপে ব্যবহৃত হয়েছে।
বাক্যের ক্রিয়াকে কি, কাকে, দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা কর্ম হবে।
3. Possessive Case: Possessive case অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি ’কার’ প্রশ্নের উত্তর দেয়। যেমনঃ This is Rakib's pen. এখানে Rakib এর s যুক্ত হয়ে রাকিবের সম্বন্ধ বুঝাচ্ছে।
4. Vocative Case: Vocative Case হচ্ছে Nominative Case এর সম্বোধন পদ দ্বারা গঠিত হয়। যেমনঃ
বাচ্চারা এদিকে আসো। Come here boys. এখানে boys হচ্ছে Vocative Case কারণ এটা সম্বোধন বুঝাচ্ছে।
*** Nominative Case, Objective Case এবং Vocative Case এ Noun এর ফর্ম অপরিবর্তিত থাকে। কেবলমাত্র Possessive Case এ Noun এর ফর্ম পরিবর্তিত থাকে।***
Possessive Case এর নিয়মাবলী:
১। জীবিত প্রাণীর ক্ষেত্রে এ্যাপস্ট্রপি s ('s) বা এ্যাপস্ট্রপি কমা বসে। এরূপ Noun একবচন হলে Noun এর শেষে 's যুক্ত হয়। যেমনঃ The boys pen, Father’s car.২। যেখানে noun বহুবচন হয় সেখানে noun এর শেষে s থাকে সেখানে কেবলমাত্র এ্যাপস্ট্রফি কমা বসে। যেমনঃ Girls’ school.
৩। যেখানে noun বহুবচন হলেও শেষে s থাকেনা সেখানে 's যুক্ত হয়। যেমনঃ Men’s Club, Children’s books.
৪। জীবিত প্রাণীর ক্ষেত্রে 's বসে, জড় পদার্থের ক্ষেত্রে 's বসেনা। যেমনঃ The boy’s hand, The cover of the book. (not the book’s cover)
৫। জীবিত ও জড় উভয় ক্ষেত্রেই of বসতে পারে।যেমনঃ The leg of the boy, The leg of the chair.
৬। ব্যক্তিস্বভাব আরোপিত হলে বস্তুর ক্ষেত্রেও 's বসে। যেমনঃ Nature’s law, Fortune’s smile.
৭। সময়, দূরত্ব এবং ওজন প্রকাশক Noun এর ক্ষেত্রে 's বসে। যেমনঃ A day’s match, a week’s holiday.
পোস্টটি নিয়মিত চর্চা করুন।
No comments:
Post a Comment