Jan 26, 2020

Number কাকে বলে? Number পরিবর্তনের নিয়মগুলো কী কী?

Number কাকে বলে? 

কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে number বলে। Number দুই প্রকার। যথাঃ Singular Number (একবচন), Plural Number (বহুবচন)।

number

Number পরিবর্তনের নিয়মগুলো: 

১। সাধারনত Singular Noun এর শেষে s যোগ করে plural করতে হয়।
SingularPluralSingularPlural
BookBooksPenPens
DeskDesksChairChairs
CatCatsTableTables
CowCowsHouseHouses
DogDogsEyeEyes
LionLionsEarEars
KingKingsHandHands
GirlGirlsHeadHeads


২। সাধারনত Singular Noun এর শেষে s, sh, ch(চ্), x থাকলে es যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
AssAssesBoxBoxes
GasGasesFoxFoxes
GlassGlassesKissKisses
ClassClassesInchInches
LassLassesBenchBenches
BushBushesBranchBranches
BrushBrushesBunchBunches
DishDishesChurchChurches

৩। Ch এর উচ্চারণ ‘ক’ এর মত হলে Noun এর শেষে শুধু s যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
Monarch মনার্কMonarchsStomach স্টোমার্কStomachs

৪। Noun এর শেষে o এবং তার পূর্বে একটি vowel থাকলে -s যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
BambooBamboosRadioRadios
CuckooCuckoosStudioStudios
HindooHindoosFolioFolios


৫।  Noun এর শেষে o এবং তার পূর্বে consonant থাকলে -es যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
HeroHeroesEchoEchoes
ZeroZeroesMosquitoMosquitoes
NegroNegroesMangoMangoes
BuffaloBuffaloesPotatoPotatoes
কিছু ব্যতিক্রম
SingularPluralSingularPlural
DynamoDynamosPhotoPhotos
PianoPianosQuartoQuartos

৬। Noun এর শেষে y এবং তার পূর্বে vowel থাকলে -s যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
BoyBoysDayDays
ToyToysPlayPlays
KeyKeysRayRays
MonkeyMonkeysDonkeyDonkeys

৭।  Noun এর শেষে y এবং y  তার পূর্বে  consonant থাকলে y পরিবর্তিত হয়ে i হয় এবং-es যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
ArmyArmiesCopyCopies
BabyBabiesDutyDuties
BodyBodiesFlyFlies
CityCitiesLadyLadies
CountryCountriesStoryStories

৮।  Noun এর শেষে f বা fe থাকলে f বা fe  এর স্থানে -ves যোগ করে Plural করতে হয়।
SingularPluralSingularPlural
CalfCalvesSelfSelves
HalfHalvesShelfShelves
KnifeKnivesSheafSheaves
LifeLivesThiefThieves
LeafLeavesWifeWives
LoafLoavesStoryStories

৯। কয়েকটি Noun এর শেষে f থাকলে শুধু s যোগ করে  Plural করতে হয়।
SingularPluralSingularPlural
ChiefChiefsCliffCliffs
BriefBriefsBeliefBeliefs
GulfGulfsHoofHoofs
ProofProofsRoofRoofs

১০। কতগুলো Noun এর Plural করার সময় শব্দের ভিতরের Vowel পরিবর্তন করতে হয়।
SingularPluralSingularPlural
ManMenFootFeet
WomanWomenToothTeeth
GentlemanGentlemenGooseGeese

১১।  কতগুলো Noun এর Plural করার সময় শব্দের ভিতরের Vowel এবং  consonant পরিবর্তন করতে হয়।
SingularPluralSingularPlural
MouseMiceLouseLice

১২। কতগুলো Noun এর Plural করার সময় -enযোগ করতে হয়।
SingularPluralSingularPlural
OxOxenChildChildren
BrotherBrethren--

১৩। কতগুলো Compound Noun এর double Plural হয়।
SingularPluralSingularPlural
Man-servantMen-servantsLord-JusticeLords-Justices
Woman-servantWomen-servantsKnight-templarKnights-templars

১৪। কয়েকটি বিশেষ ধরণের Plural এর উদাহরণঃ
SingularPluralSingularPlural
AgendumAgendaFormulaFormulae/ formulas
AddendumAddenda
AppendixAppendicesForumFora / Forums
AxisAxesGenusGenera
BasisBasesHypothesisHypotheses
BureauBureauxMediumMedia
CorpusCorporal / CorpusesMemorandumMemoranda
CrisisCrisesOvumOva
CriterionCriteriaPhenomenonPhenomena
CurriculumCurriculaRadiusRadii
DatumDataSyllabusSyllabi
DictumDictaSymposiumSymposia
ErratumErrataTerminusTernini / Terminuses
FocusFoci / focusesVertexVertices

১৫। দুরকম  Plural ফর্ম হলে দুরকম অর্থ হয়।
SingularPlural
BrotherBrethren - একই গোত্র বা সমাজের সদস্য বুঝায়।
Brothers- একই পিতা মাতার সন্তান।
ClothCloths- কাপড়ের টুকরা
Clothes- বস্ত্রের টুকরা
FishFish- একই মাছের অনেকগুলো বুঝায়।
Fishes- বিভিন্ন মাছের অনেকগুলো বুঝায়।
GeniusGeniuses- মেধাবী লোক
Genii- প্রফুল্লতা

১৬। কতগুলো Noun এর singular ও plural এ একই রকম হয়।
SingularPluralSingularPlural
DeerDeerDozenDozen
SheepSheepScoreScore
PicePiceHundredHundred
PublicPublicThousandThousand

১৭। কতগুলো Noun আকারে singular কিন্তু ব্যবহারে plural  হয়।
Cattle, Folk, Swine, Poultry, People, Police, Vermin.

১৮। কতগুলো Noun আকারে plural  কিন্তু ব্যবহারে singular হয়।
News, Mathematics, Physics, Statistics.
১৯। দুটি অংশ নিয়ে তৈরী হয় এম যন্ত্রের নাম বা পেয়ারগুলো সর্বদা plural হয়।
Bellows (হাপর), Scissors (কাঁচি), Glasses/ Spectacles (চশমা), Trousers, Drawers.
২০। আরো কিছু Plural Noun-
Ashes (ছাই), Alms (ভিক্ষা), Assets (সম্পত্তি), annals ( ইতিহাস), fetters(পদশৃঙ্খল), proceed(ফল), aborgins (আদিম অধিবাসী), thanks, tidings, vegetables, belongings, goods, clothes, congratulations, earnings, particulars, surroundings, riches.

No comments:

Post a Comment