بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
সূরা নং-১। সুরা আল ফাতিহা
সূরা ফাতিহা নাজিল হয়েছিল মক্কায়। এজন্য এ সূরাটি মাক্কী সূরা নামে পরিচিত। পবিত্র কুরআনের সারাংশ বা সারমর্ম হচ্ছে এই সূরা। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন বা পবিত্র কুরআনের জননী।
আয়াত নং |
বাংলা অর্থ
|
আয়াত (আরবি)
|
১।
| সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। |
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
|
২।
| যিনি পরম করুণাময় অতি দয়ালূ। |
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
|
৩।
| যিনি (বিচার) প্রতিফল দিবসের মালিক। |
مَالِكِ يَوْمِ الدِّينِ
|
৪।
| আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। |
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
|
৫।
| তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর |
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
|
৬।
| তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ (রহমত) করেছ। |
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
|
৭।
| তাদের পথে নয় যারা অভিশপ্ত (ইয়াহুদি) ও পথভ্রষ্ট (খ্রিষ্টান) হয়েছে। |
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
|
আমিন |
সূরা আল ফাতিহার শাব্দিক অর্থ।
আরবী শব্দ | বাংলা অর্থ |
الْحَمْدُ | সমস্ত প্রশংসা |
لِلَّهِ | আল্লাহর জন্য |
رَبِّ | প্রতিপালক, প্রভু |
الْعَالَمِينَ | বিশ্ব জগৎ, সমস্ত পৃথিবী, সারা জাহান |
الرَّحْمَٰنِ | পরম করুণাময়, |
الرَّحِيمِ | অতি দয়ালু, বিশেষ দয়ালু |
مَالِكِ | মালিক , অধিপতি, স্বামী |
يَوْمِ | দিন, দিবস, |
الدِّينِ | বিচার, কর্মফল |
إِيَّاكَ | শুধুই তোমার , একমাত্র তোমার |
نَعْبُدُ | আমরা ইবাদাত করি, উপাসনা করি |
وَإِيَّاكَ | এবং একমাত্র তোমারই, |
نَسْتَعِينُ | আমরা সাহায্য চাই। |
اهْدِنَا | আমাদেরকে দিন, আমাদের প্রদর্শণ করুণ |
الصِّرَاطَ | পথ, দিশা, |
الْمُسْتَقِيمَ | সরল, সহজ, |
صِرَاطَ | পথ, দিশা, |
الَّذِينَ | যারা, যাদের, |
أَنْعَمْتَ | তুমি নিয়ামত দিয়েছে, তুমি অনুগ্রহ করেছো |
عَلَيْهِمْ | যাদের উপর |
غَيْرِ | ব্যতিত, নয় |
لْمَغْضُوبِ | অভিশপ্ত, লানতপ্রাপ্ত |
وَلَا | আর নয় |
الضَّالِّينَ | পথভ্রষ্ট, বেপথগামী |
সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।
No comments:
Post a Comment