Jan 26, 2020

সূরা আল ফাতিহা বাংলা অর্থ সহ।


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।

সূরা নং-১। সুরা আল ফাতিহা

সূরা ফাতিহা নাজিল হয়েছিল মক্কায়। এজন্য এ সূরাটি মাক্কী সূরা নামে পরিচিত। পবিত্র কুরআনের সারাংশ বা সারমর্ম হচ্ছে এই সূরা। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন বা পবিত্র কুরআনের জননী।
আয়াত নং
বাংলা অর্থ
আয়াত (আরবি)
১।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
২।
যিনি পরম করুণাময় অতি দয়ালূ।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
৩।
যিনি (বিচার) প্রতিফল দিবসের মালিক।
مَالِكِ يَوْمِ الدِّينِ
৪।
আমরা একমাত্র তোমারই  ইবাদাত করি এবং শুধু  তোমারই সাহায্য প্রার্থনা করি।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
৫।
তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
৬।
তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ (রহমত) করেছ।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
৭।
তাদের পথে নয় যারা অভিশপ্ত (ইয়াহুদি) ও পথভ্রষ্ট (খ্রিষ্টান) হয়েছে।
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
 আমিন

সূরা আল ফাতিহার শাব্দিক অর্থ।

আরবী শব্দবাংলা অর্থ
الْحَمْدُসমস্ত প্রশংসা
لِلَّهِআল্লাহর জন্য
رَبِّপ্রতিপালক, প্রভু
الْعَالَمِينَবিশ্ব জগৎ, সমস্ত পৃথিবী, সারা জাহান
الرَّحْمَٰنِপরম করুণাময়,
الرَّحِيمِঅতি দয়ালু, বিশেষ দয়ালু
مَالِكِমালিক , অধিপতি, স্বামী
يَوْمِদিন, দিবস,
الدِّينِবিচার, কর্মফল
إِيَّاكَশুধুই তোমার , একমাত্র তোমার
نَعْبُدُআমরা ইবাদাত করি, উপাসনা করি
وَإِيَّاكَএবং একমাত্র তোমারই,
نَسْتَعِينُআমরা সাহায্য চাই।
اهْدِنَاআমাদেরকে দিন, আমাদের প্রদর্শণ করুণ
الصِّرَاطَপথ, দিশা,
الْمُسْتَقِيمَসরল, সহজ,
صِرَاطَপথ, দিশা,
الَّذِينَযারা, যাদের,
أَنْعَمْتَতুমি নিয়ামত দিয়েছে, তুমি অনুগ্রহ করেছো
عَلَيْهِمْযাদের উপর
غَيْرِব্যতিত, নয়
لْمَغْضُوبِঅভিশপ্ত, লানতপ্রাপ্ত
وَلَاআর নয়
الضَّالِّينَপথভ্রষ্ট, বেপথগামী


সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।

No comments:

Post a Comment