Jan 26, 2020

Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কী কী?

একটি বাক্যে যতগুলো শব্দ ব্যবহৃত হয় তার প্রত্যেকটিকে Parts of Speech বা পদ বলে।
Parts of Speech কে ৮ ভাগে ভাগ করা যায়।
১. Noun (বিশেষ্য): যে word দ্বারা কোন ব্যক্তি, স্থান কিংবা কোন বস্তুর নাম বুঝায় তাকে Noun বলে। Noun দিয়ে শুধু ব্যক্তি, স্থান কিংবা কোন বস্তুর নাম নয়, দোষ-গুণ-অবস্থাবাচক বা ভাববাচক নামও হতে পারে।
Shamim is a brillant boy. (ব্যক্তির নাম)
The cow gives us milk. (জাতির নাম)
Gold is precious metal. (বস্তুর নাম)
Rakib is the best boy in the class. ( সমষ্টিবাচক নাম)
Honesty is the best policy. (গুণবাচক নাম)
এককথায় কোন কিছুর নামকে Noun বলে।

২. Pronoun (সর্বনাম): Pro অর্থ পরিবর্তে  আর noun অর্থ বিশেষ্য। অর্থাৎ noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে Pronoun বলে।
একই noun কে বারবার ব্যবহার করলে শুনতেও খারাপ লাগে। তাই noun কে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে
যে word গুলো ব্যবহার করি সেগুলোই Pronoun.
( I , we, you, he, she, us, me, mine, ours, they, him, her, them, their, it, its.)
Rakib is a good boy. He is the first boy in the class. এখানে Rakib এর পরিবর্তে He বসেছে।

৩. Adjective (বিশেষণ): যে  word দ্বারা  Noun কিংবা  Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমান ইত্যাদি বুঝায় তাকে Adjective বলে।
Rakib is a good boy.
Afif is very clever.
Give me two pens.

৪. Verb (ক্রিয়া): যে  word দ্বারা  কোন হওয়া, থাকা বা কোন কিছু করা বোঝায়, তাকে Verb বলে।
He is honest.
I went there.
I have a sharp knife.

৫. Adverb (ক্রিয়া বিশেষণ):  যে  word দ্বারা  Verb, Adjective বা অন্যকোন Adverb সম্পর্কে পরিষ্কার অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাকে Adverb বলে।
He goes slowly. সে ধীরে ধীরে যায়। কেমনে যায়? উত্তর ধীরে ধীরে। তাহলে এখানে verb মডিফাই করছে।
She is a very beautiful girl. সে খুব সুন্দরী বালিকা। সে কেমন? খুব সুন্দর। তাহলে এখানে Adjective কে মডিফাই করছে।

৬. Preposition (পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়): যে  word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য কিছুর সম্পর্ক বুঝায় তাকে Preposition বলে।
The book is on the table.
The birds fly in the sky.

৭. Conjunction ( সংযোজক অব্যয়): Conjunction হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যা একটি শব্দকে আরেকটি শব্দের সাথে অথবা একটি বাক্যের সাথে আরেকটি বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
Rakib and Adib are two brothers.
Learn your lessons or leave the class.

৮. Interjection (অনন্বয়ী বা আবেগসূচক অব্যয়): মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে যে শব্দটি ঢুকিয়ে দেওয়া হয় তাকে Interjection বলে।
Hello, Habib! How are you?
Alas! His father died.
এখানে মনে রাখতে হবে- Interjection এর পরে আবেগসূচক চিহ্ন বসাতে হবে।
Hello, Alas প্রভৃতি শব্দগুলো আবেগ প্রকাশ করেছে এবং বাক্যের মধ্যে ঢুকেছে।

Parts of Speech নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আগামী পর্বগুলোতে ৮ প্রকার Parts of Speech এর প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।

1 comment:

  1. Learn English grammar with a very easy method https://meaningkosh.com/the-parts-of-speech/

    ReplyDelete