Noun কাকে বলে?
Noun is a naming word. অর্থাৎ কোন কিছুর নামকে Noun বলে।কোন ব্যক্তি, বস্তু, স্থান বা ক্রিয়ার নামকে Noun বলে। যেমনঃ- Habib, Dhaka, man, flower, Plannet, class, team, iron, water, wisdom, honesty ইত্যাদি।

Noun কত প্রকার ও কী কী?
অস্তিত্বের ভিত্তিতে Noun দুই প্রকার। যথাঃ- 1. Concrete Noun ( proper, common, collective, material), 2. Abstract Noun.Wren & Martin এর মতে Noun ৪ প্রকার। যথাঃ- Proper Noun, Common Noun, Collective Noun এবং Abstract Noun.
J. C. Nesfield এর মাতে Noun ৫ প্রকার। যথাঃ-Proper, Common, Collective, Material এবং Abstract.
তাহলে Noun ৫ ভাগে ভাগ করতে পারি।
1. Proper Noun (নামবাচক বিশেষ্য): যেসব Noun কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বা অন্য কিছুর নাম বুঝায় সেটা Proper Noun. যেমনঃ-
Rakib ( নির্দিষ্ট ব্যক্তির নাম), Titanic ( নির্দিষ্ট জাহাজের নাম), Quaran ( নির্দিষ্ট বইয়ের নাম), Dhaka (নির্দিষ্ট স্থানের নাম), Earth (একটি গ্রহের নাম) ইত্যাদি।
2. Common Noun (জাতিবাচক বিশেষ্য): যেসব Noun কোন নির্দিষ্ট নামকে না বুঝিয়ে তাদের জাতি বা শ্রেণিকে বুঝায় তাকে Common Noun বলে।
যেমনঃ- Flower (নির্দিষ্ট কোন ফুল না বুঝয়ে ফুলের শ্রেণিকে বুঝাচ্ছে), Girl ( কোন নির্দিষ্ট মেয়েকে না বুঝিয়ে মেয়েদের জাতকে বুঝাচ্ছে), Fruit ( কোন নির্দিষ্ট ফলকে না বুঝিয়ে ফলের জাতকে বুঝাচ্ছে), Player (কোন নির্দিষ্ট খেলোয়াড়কে না বুঝিয়ে খেলোয়াড় জাতবে বুঝাচ্ছে), Man ( কোন নির্দিষ্ট মানুষকে না বুঝিয়ে মানুষ জাতিকে বুঝাচ্ছে)।
3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য): যেসব Noun কোন ব্যক্তি, বস্তু বা প্রাণির সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে। যেমনঃ-
Crowd (জনতা), army ( সৈন্যবাহিনী), class (শ্রেণি), fleet (রণতরী), Cattle (গবাদি পশু), Flock(পশুর পাল), cavalry (অশ্বারোহী বাহিনী), herd (পশুপালক) ইত্যাদি।
(বিঃ দ্রঃ Collective Noun অবিভাজ্য একককে বুঝায় তাই এর verb টি singular হয়।)
4. Material Noun (বস্তুবাচক বিশেষ্য): যেসব Noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড অংশকে বুঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণণা করা যায়না, অন্যকোন ভাবে পরিমাপ করা যায়। যেমনঃ- gold, iron, salt, flour, tea, coffee ইত্যাদি।
This ring is made of gold.
This chair is made of wood.
Please give me a glass of water.
উক্ত বাক্যগুলোতে gold, wood, water হচ্ছে Material Noun.
কোন বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় বা বস্তুর উপাদানকে Material Noun বলা হয়।
Material Noun এর পূর্বে সাধারণত কোন article বসেনা তবে নির্দিষ্ট বুঝাতে article বসতে পারে। যেমনঃ- Coal is black. (কয়লা কালো)। কিন্তু নির্দিষ্ট বুঝাতে - The coal of Jharia is of good.
5. Abstract Noun (গুণ বা ভাববাচক বিশেষ্য): যেসব Noun কোন বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম বুঝায় তাকে Abstract Noun বলে। যেমনঃ- honesty, beauty, kindness, laughter, boyhood.
কিছু Abstract Noun-
Quality- goodness, kindness, hardness, brightness, honesty, beauty, bravery, wisdom.
Action (কাজ- ক্রিয়া থেকে তৈরি)- laughter, movement, judgement.
State (অবস্থা)- boyhood, childhood, youth(তারুণ্য), slavery (দাসত্ব).
Noun কে আরা দুই ভাগে ভাগ করা যায়।
- Countable Noun: যে Noun এর সংখ্যা দ্বারা গণনা করা যায় তাদের Countable Noun বলে। যেমনঃ- book, pen, banana.
- Uncountable Noun: যে Noun এর সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাদের Uncountable Noun বলে। যেমনঃ- water, honesty, air, news.
1. Cattle কোন Noun ?
a) proper b) common c) collective d) material
2. নিচের কোনটি Collective noun?
a) class b) audience c) peer d) public
3. কোনটি Abstract noun?
a) man b) height c) long d) jury
4. নিচের কোনটি Noun?
a) song b) tell c) sing d) feed
5. Love কোন noun?
a) material b) abstract c) proper d) collective
6. I had a talk with him. এখানে talk-
a) verb b) noun d) adverb d) pronoun
7. 'reproduction' শব্দটা হচ্ছে-
a) noun b) verb c) adjective d) preposition
8. Jury কোন noun?
a) common b) proper c) collective d) abstract
9.নিচের কোনটি Compound noun?
a) friday b) headmaster c) examination d) information
10. Childhood কোন noun?
a) proper b) common c) collective d) abstract
11. fleet কোন noun?
a) collective b) abstract c) common d) material
12. City কোন noun?
a) proper b) common c) collective d) material
13. Crowd কোন noun?
a) proper b) common d) collective d) abstract
14. Drive the nail into the table. এখানে nail কোন noun?
a) material b) common c) proper d) collective
15. Girl কোন noun?
a) proper b) collective c) common d) material
16. Advice শব্দটি হচ্ছে-
a) very b) noun c) adverb d) adjective
17. Gravity শব্দটি হচ্ছে-
a) noun b) verb c) adverb d) interjection
No comments:
Post a Comment