Jan 26, 2020

Auxiliary Verb কাকে বলে? Auxiliary Verb এর প্রকারভেদ ।

Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) কাকে বলে?  

যে verb গুলি Principal verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারেনা বরং Principal Verb এর সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় বলে এর নাম Auxiliary verb বা helping verb.
যেমনঃ-  I shall do it.
I am doing the sum.
He was swimming in the pond.
He will do the math.
উপরোক্ত  verb  গুলো  principal verb এর সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে।.

Auxiliary Verb এর প্রকারভেদ:

Auxiliary Verb মূলত ২ প্রকার।
১। Primary Auxiliaries: যে Verb গুলোকে বাক্যে Tense এর বিভিন্নরুপে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় তাকে  Primary Auxiliaries বলে।
 Primary Auxiliary Verb গুলো হচ্ছে-
Be= am, is, are, was, were, be, being.
Have= have, has, had, having.
Do= do, does, did
Primary Auxiliary Verb  এর ব্যবহার:
*** Continuous বা চলমান বুঝাতে কিংবা Passive Voice এ  be verb ব্যবহৃত হয।
I am doing the sum. (continuous)
The work is being done by me.
*** Principal Verb  হিসেবেও be verb ব্যবহৃত হতে পারে। যখন বাক্যে আর অন্য কোন verb না থাকে।
I am well.
You are here.
***
২। Modal Auxiliaries : বাক্যের অর্থকে প্রভাবিত করা এবং ক্রিয়া সম্পাদনের জন্য যে Verb গুলোকে ব্যবহার করা হয় তাকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliary Verb গুলো হচ্ছে- can, could, may, might, shall, should, will, would, must, need, dare, used(to), ought (to).
***Modal Auxiliary এর পরে Principal Verb এর কেবলমাত্র Base form বসে।
I can do the work.
He may not come today.
You must abide by the rules.
***Modal Auxiliary গুলি Main verb এর অর্থকে বিশেষিত করে।
Will you go to school?
Would you give me a pen?
Shall i do the work?
May i come in sir?
May you live long.
You might go there.
It must be good.
I dare say, you are a fool
We ought to love our neighbours.
He used to walk early in the morning.

12 comments: