Jan 26, 2020

Finite Verb ও Non-finite Verb কাকে বলে?

*** ভাব প্রকাশের দিক দিয়ে verb ২ প্রকার।

a) Finite Verb (সমাপিকা ক্রিয়া): যে verb দ্বারা বাক্যের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় সেটা Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে।
যেমনঃ Rakib goes to school. রাকিব স্কুলে যায়।
এখানে বাক্যের অর্থ  পূর্ণতা প্রকাশ পায়।   
Finite verb বা সমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের কাজ শেষ হয়।     

definition and classification of verb

                                                                              
b) Non finite Verb (অসমাপিকা ক্রিয়া):  যে verb দ্বারা বাক্যের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় না বরং বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায় সেটা Non finite Verb বা  অসমাপিকা ক্রিয়া বলে।
Going home, বাড়িতে যেয়ে, এখানে বাক্যের অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায়না।
বরং যদি বলা হয় বাড়িতে যেয়ে আমি বাজারে গেলাম।Going home, i went to the market.     
তাহলে বাক্যের অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায়।   
  
Non Finite verb বা অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের কাজ শেষ হয় না।  Non Finite verb কোন  Finite verb এর মত Subject এর  person এবং number দ্বারা সীমাবদ্ধ হয় না, তাই একে Infinite verb বা Infinitive বলে।    Infinitive এর কোন Tense ও হয়না।  
** Infinite এর আগে to অথবা পরে ing যোগ হয়। যেমনঃ- 
I don't like to go to the market.
He is too weak to walk.
Going home, i went to the market.
 *** কিছু কিছু Bare infinitive আছে যাদেরকে infinitive করার সময় আগে to বসেনা।  যেমনঃ-
bid, let, make, hear, watch, see, dare, need.
I bade him go. আমি তাকে যেতে আদেশ করলাম।
এখানে to go হওয়ার কথা ছিলো কিন্তু bid আসায় to  বসেনি। এরুপ-
আমি তাকে কাঁদতে দেখলাম। I saw him cry.
*** বাংলায় ‘করিয়া’ ‘দেখিয়া’, ‘হইয়া’ ইত্যাদি ‘ইয়া’ অন্ত অসমাপিকা ক্রিয়ার শেষে  ইংরেজিতে verb+ ing যোগ হয়।
Going home, i went to the market.  বাড়িতে যেয়ে (যাইয়া)  আমি বাজারে গেলাম
**** Infinitive কখনো কখনো  noun হিসেবে subject রুপে ব্যবহৃত হয়।
To see is to believe.

3 comments: