Jan 26, 2020

Principal Verb কাকে বলে? কত প্রকার ও কী কী?

Principal Verb কাকে বলে?

যে verb গুলি অন্যকোন verb এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে  ব্যবহৃত হয় তাকে Principal Verb বলে।
যেমনঃ-  I went there.
am a student.
I did the work.
উপরোক্ত  verb  গুলো  অন্য verb এর সাহায্য ছাড়া নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে বিধায় উপরোক্ত Verb টি Principal Verb বা মুখ্য ক্রিয়া।

definition and classification of verb

Principal Verb এর প্রকারভেদঃ

a) Transitive Verb (সকর্মক ক্রিয়া): যে verb এর কাজ সম্পাদনের জন্য subject বা কর্তা ছাড়াও object বা কর্মের প্রয়োজন হয় তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে। Transitive Verb এর object বা কর্ম থাকে।
অর্থাৎ যে verb এর জন্য বাক্যে object থাকে সেটা Transitive Verb  বা সকর্মক ক্রিয়া।
I am eating rice.
We are playing cricket.
I saw a man.
উপরোক্ত ৩ টি sentence এ rice, cricket এবং man হচ্ছে যথাক্রমে object. অর্থাৎ verb এর জন্য বাক্যে object বা কর্ম আছে। তাই উপরোক্ত ৩ টি sentence এর verb গুলোকে আমরা Transitive Verb  বা সকর্মক ক্রিয়া বলতে পারি।
b) Intransitive Verb (অকর্মক ক্রিয়া):  যে verb এর কাজ সম্পাদনের জন্য subject বা কর্তা ছাড়া object বা কর্মের প্রয়োজন হয় না তাকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া বলে। Intransitive Verb এর object বা কর্ম থাকে না।
অর্থাৎ যে verb এর জন্য বাক্যে object এর দরকার হয়না সেটা Intransitive Verb  বা অকর্মক ক্রিয়া।
( ক্রিয়াকে  ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কর্ম )
She is swimming in the pond. সে পুকুরে সাঁতার কাটছে।
The birds are flying in the sky. পাখিরা আকাশে উড়ছে।
বাক্যদ্বয়ে কোন object নেই। তাই বাক্যদ্বয়ের  verb কে  Intransitive Verb  বা অকর্মক ক্রিয়া বলতে পারি।

***Transitive Verb ও Intransitive Verb এর কিছু ব্যবহারঃ

১। বেশিরভাগ Verb সাধারনত Transitive ও Intransitive উভয়ভাবেও ব্যাবহৃত হয়।
Transitive= The horse kicked the man.
Intransitive= The horse never kicks.
প্রথম বাক্যে the man হচ্ছে object আর দ্বিতীয় বাক্যে কোন object নেই।
২। কখনো কখনো  Reflexive Pronoun object হিসেবে ব্যবহৃত হয় বা উহ্য থাকে।
The man killed himself.
The bubble burst (itself).
৩। কয়েকটি verb এর transitive ও intransitive এ বানানের পরিবর্তন হয়।
TransitiveIntransitive
Lie still on bed.Lay the basket there. (lay= cause to lie)
Sit there idly.Set the lamp on the table.
Many trees fall the storm.The woodcutters fell trees.

৪। কিছু কিছু intransitive verb এর পর preposition যুক্ত হলে  transitive হয়। একগুলোকে Prepositional verb  বা  group বলে।
All his friends laughed at him.
Please look into the matter.
৫। কখনো কখনো verb পূর্বে  preposition যুক্ত হলে  transitive হয়।
The river overflows its banks.
They determined to withdraw the strike.
৬।কিছু Intransitive verb যেমন come, go, fall, asleep, lie ইত্যাদি কখনোই  Transitive হয়না। কিন্তু কিছু Transitive verb  যেমন be, become, seem, grow, taste ইত্যাদি অর্থ  সম্পূর্ন করার জন্য অন্য word নিতে হয়।

3 comments: