Apr 27, 2020

ভোর হলো-কাজী নজরুল ইসলাম



ভোর হলো/ প্রভাতী
কাজী নজরুল ইসলাম



ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠো রে
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল খুকি ছোট রে।


খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল
এইবার এইবার
খুকু চোখ খুলল।


আলসে নয় সে
উঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।



(শিশুদের পাঠ্যবইয়ে ছড়াটি এতটুকু নেয়া হয়েছে তবে পূর্নাঙ্গ ছড়াটি নিচে দেয়া হলো।)




প্রভাতী
কাজী নজরুল ইসলাম



ভোর হলো
দোর খোল
           খুকুমণি ওঠো রে
ঐ ডাকে 

জুঁই শাখে
           ফুল খুকি ছোট রে!

           খুকুমণি ওঠো রে!

            
রবি মামা
দেয় হামা
             গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান
গায় গান 
              শোনো ঐ, ‘রামা হৈ!
ত্যাজি নীড়
করে ভীড়
              ওড়ে পাখি আকাশে,
এন্তার
গান তার
            ভাসে ভোর বাতাসে।


চুলবুল
বুলবুল
          শিস দেয় পুষ্পে
এইবার
এইবার
          খুকুমনি উঠবে!

খুলি হাল 
তুলি পাল
            ঐ তরি চলল
এইবার 

এইবার
           খুকু চোখ খুলল।


আলসে
নয় সে
            উঠে রোজ সকালে,
রোজ তাই

চাঁদা ভাই
            টিপ দেয় কপালে।



উঠল
ছুটল
        ঐ খোকাখুকি সব,
‘উঠেছে
আগে কে,
         ঐ শোনো কলরব।

নাই রাত
মুখ হাত
            ধোও, খুকু জাগো রে! 
জয় গানে
ভগবানে
             তুষি, বর মাগো রে। 



4 comments:

  1. চমৎকার একটা ছড়া। কবিতা পড়তে পড়তে কবিতা প্রেমিক হয়ে যাচ্ছি ।।।।।

    ReplyDelete
  2. ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।

    ReplyDelete
  3. Ashadharon sristy. Kabitagulo porte porte sei atite cholejay jakhon bodhura aksathe mile schoole abriti kortam.

    ReplyDelete