Apr 28, 2020

কানা বগীর ছা-খান মুহাম্মদ মইনুদ্দীন

কানা বগীর ছা
খান মুহাম্মদ মইনুদ্দীন

ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ।
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।

ও বগী তুই খাস কি?
পানতা ভাত চাস কি?
পানতা আমি খাই না
পুঁটি মাছ পাই না।

একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই।




5 comments:

  1. What a nice poem...really wassomm

    ReplyDelete
  2. Dhonnobad vai, amader chale mayera asob pabe na, amra asob choto belai porechilam.

    ReplyDelete
    Replies
    1. এজন্য স্মৃতিগুলো সংরক্ষণের কাজ করতেছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পারে জানতে পারে।

      Delete
  3. তালগাছ দুই একটা দেখা গেলেও কানাবগী এখন আর তেমন দেখা যায় না। কবিতার মাধ্যমে আমরা তার অনুভব করছি। ধন্যবাদ

    ReplyDelete
  4. ধন্যবাদ আপনাকে। কবিতাটি পড়ে বল্যকালের স্মৃতি মনে পড়ে গেল।

    ReplyDelete