হাসি
-রোকনুজ্জামান খান
-রোকনুজ্জামান খান
হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।
খোকন হাসে ফোঁকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে
চাঁদ হাসে তার সাথে সাথে
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।
টিয়ে হাসে, রাঙ্গা ঠোঁটে,
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।
এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।
Really wasoommmmm.....writer
ReplyDeleteএখন আর কাজলবিল দেখা যায়না দেখা যায়না চাপলাও কিন্তু আমরা কবিতার মাঝে সেগুলোর গন্দ পাচ্ছি।
ReplyDeleteআমার কবিতা নয় ভাই, কবি রোকনুজ্জামান খান এর ছোট বেলায় যে কবিতাটা আমরা পড়েছিলাম সেটার পুনরাবৃত্তি মাত্র।
DeleteSoto belay kabitati pore sei hasi hastam.. ha ha ha..
ReplyDeleteআগের দিনের কবিতা এখন পড়া হয়না। এটা পড়ে খুব আনন্দ পইলাম। ধন্যবাদ পোস্ট করার জন্য
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ ভাই।
DeleteChotobelar kotha mone porlo
ReplyDeleteহা, স্মৃতি মানুষকে অনেক সময় আনন্দ দেয়।
Delete