Apr 29, 2020

স্বদেশ -আহসান হাবীব





স্বদেশ
-আহসান হাবীব
এই যে নদী নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি

এই ছবিটি আঁকি

এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি,
এমনি পাওয়া এই ছবিটি
করিতে নয় কেনা।

মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ,
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ,
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে,
দেখে দেখে একটি ছেলের
সারাটা দিন কাটে।

এই ছেলেটির মুখ
সারা দেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন,
ভালোবাসার শিল্পী আমি,
বলবে হেসে তখন৷
এই যে ছবি এমনি আকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানান রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রং, তবুও
আঁকতে পারি সবই৷

7 comments:

  1. This is my lovely writer....remind .....something 😍 ❤ 💍 💋

    ReplyDelete
  2. ছোট বেলায় ছড়াটি মুখস্ত করে শুখে মুখে আওড়াতাম। আজ সেসব দিনগুলো শুধুই স্মৃতি।

    ReplyDelete
  3. আমাদের দেশটি ছবির মতন। এমন দেশটি কোথাও নেই।

    ReplyDelete
  4. আবারো ধন্যবাদ; গ্রাম বালার স্মৃতিবিজড়িত কবিতা গুলো সামনে আনার জন্য।

    ReplyDelete
  5. Valo akta kobita asob porle desprem jagroto hoi

    ReplyDelete
  6. কতো সালের এইটা? আমরা পাই নাই মনে হয়।

    ReplyDelete
    Replies
    1. এটা ১৯৯৫ সালের দিকের। তখন আমরা পড়েছিলাম। সংগ্রহে আছে আজও।

      Delete