বাবুরাম সাপুড়ে
-সুকুমার রায়
বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ নেই,
শিং নেই নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত ?
তেড়ে মেরে ডাণ্ডা
ক'রে দেই ঠাণ্ডা ।
Ahare!!!!! Kabita ti pore sotobelar kotha mone poregelo. Soto belay kobitati portam r anek moja paitam. Akhon abar dekhe khub valo laglo.
ReplyDeleteআমি যখন অনেক ছোট আমার মেজ ভাই আমাকে কোলে নিয়ে এই ছড়াটা খুব সুন্দরকরে পড়ত। খুব মনে পড়ে গেল তার কথা, সে আজ আমাদের মাঝে নাই।
ReplyDelete