May 10, 2020

স্বাধীনতার সুখ -রজনীকান্ত সেন

স্বাধীনতার সুখ
-রজনীকান্ত সেন

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায় ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”




7 comments:

  1. পৃথিবীর চরম সত্য এই কবিতায়, ধন্যবাদ ভাই পোস্ট করার জণ্য

    ReplyDelete
  2. Wasoom really your brilliant tallant..

    ReplyDelete
  3. স্বাধীনতার মধ্যেই আছে প্রকৃত সুখ।

    ReplyDelete
  4. শিক্ষণীয় ছড়াটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  5. My favorite poem. The real scenery is quoted in the poen

    ReplyDelete
  6. কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়'
    নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।” লাইন দুটি খুবি ভালোলাগে আমার।

    ReplyDelete