The largest Bangla Education, Job Preparation, Latest Results, Health, Technology, Religion, Online Earning, Computer and others. Get your knowledge from here.
ছোটবেলায় ওনেক ফুল তুলেছি। আমাদের বাড়িতে দুইটা বকুল ফুলের গাছ ছিল পুকুরের ঘাটের দুই পাশে, খুব সকালে উঠে ফুল তুলতে যেতাম দেরি করে উঠলে আর পাতাম ।। গ্রামের লোকজন এসে নিয়ে যে।। যদিন ভাগে পাইতাম সেদিন মালা বানিয়ে পরতাম। মনেপড়ে গেলো সেই স্মৃতি।
vai akhon mango r din. ai kobita pore aber chotobelar aum koranor kotha mone holo. thanks
ReplyDeleteবাস্তবতায় না পারলেও অন্তত স্মৃতি থেকে ঘুরে আসুন। শৈশব স্মৃতি মানুষকে আন্দোলিত করে।
Deleteভালোবাসার স্মৃতিচারণ। অনেক পছন্দের একটা কবিতা।
ReplyDeleteহা, শৈশব স্মৃতি আনন্দও দেয়।
Deleteআ হা সেই বাচ্চাকালের দিন মনে মরে গেলো। স্কুলের সেই স্যারদের প্রথম পড়ানো কবিতা। সেই দিন আর ফিরে পাবো না
ReplyDeleteসত্য কথাই বলেছেন ভাই, হারানো সেই দিনগুলো আর ফিরে পাবনা তবে আমাদের বাচ্চাদেরকে এগুলো পড়াতে পারবো, দেখাতে পারবো।
Deleteআহা! পুরোনো সেই দিন গুল 😍
ReplyDeleteছোটবেলায় ওনেক ফুল তুলেছি। আমাদের বাড়িতে দুইটা বকুল ফুলের গাছ ছিল পুকুরের ঘাটের দুই পাশে, খুব সকালে উঠে ফুল তুলতে যেতাম দেরি করে উঠলে আর পাতাম ।। গ্রামের লোকজন এসে নিয়ে যে।। যদিন ভাগে পাইতাম সেদিন মালা বানিয়ে পরতাম। মনেপড়ে গেলো সেই স্মৃতি।
ReplyDeleteকবিতাটি পড়ে সেই ছোট বেলার কথা মনে পড়ল। আমার মামার বাড়ি কাছাকাছি থকায় সত্যি আমি আমের দিনে সপ্তাহের বেশীর ভাগ দিনই মামার বাড়ী যেতাম।
ReplyDeleteReally wasom.....sir....apne valo poyem liken thanks..
ReplyDelete