May 10, 2020

মামার বাড়ি -জসীমউদদীন

মামার বাড়ি
-জসীমউদদীন
আয় ছেলেরা , আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাকা জামের মধুর রসে
রঙিন করি মুখ।





10 comments:

  1. vai akhon mango r din. ai kobita pore aber chotobelar aum koranor kotha mone holo. thanks

    ReplyDelete
    Replies
    1. বাস্তবতায় না পারলেও অন্তত স্মৃতি থেকে ঘুরে আসুন। শৈশব স্মৃতি মানুষকে আন্দোলিত করে।

      Delete
  2. ভালোবাসার স্মৃতিচারণ। অনেক পছন্দের একটা কবিতা।

    ReplyDelete
    Replies
    1. হা, শৈশব স্মৃতি আনন্দও দেয়।

      Delete
  3. আ হা সেই বাচ্চাকালের দিন মনে মরে গেলো। স্কুলের সেই স্যারদের প্রথম পড়ানো কবিতা। সেই দিন আর ফিরে পাবো না

    ReplyDelete
    Replies
    1. সত্য কথাই বলেছেন ভাই, হারানো সেই দিনগুলো আর ফিরে পাবনা তবে আমাদের বাচ্চাদেরকে এগুলো পড়াতে পারবো, দেখাতে পারবো।

      Delete
  4. আহা! পুরোনো সেই দিন গুল 😍

    ReplyDelete
  5. ছোটবেলায় ওনেক ফুল তুলেছি। আমাদের বাড়িতে দুইটা বকুল ফুলের গাছ ছিল পুকুরের ঘাটের দুই পাশে, খুব সকালে উঠে ফুল তুলতে যেতাম দেরি করে উঠলে আর পাতাম ।। গ্রামের লোকজন এসে নিয়ে যে।। যদিন ভাগে পাইতাম সেদিন মালা বানিয়ে পরতাম। মনেপড়ে গেলো সেই স্মৃতি।

    ReplyDelete
  6. কবিতাটি পড়ে সেই ছোট বেলার কথা মনে পড়ল। আমার মামার বাড়ি কাছাকাছি থকায় সত্যি আমি আমের দিনে সপ্তাহের বেশীর ভাগ দিনই মামার বাড়ী যেতাম।

    ReplyDelete
  7. Really wasom.....sir....apne valo poyem liken thanks..

    ReplyDelete