May 10, 2020

মাঝি-রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ঐ পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকা
বাঁধা সারে সারে।
কৃষকেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখাল ছেলে।
সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফিরে ঘরে,
শুধু শেয়ালগুলো ডেকে উঠে
ঝাউ ডাঙাটার পারে।
মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়া ঘাটের মাঝি।





4 comments:

  1. Rabindra Nather amor stristy. Khub valo lage kabitagulo porte

    ReplyDelete
  2. রবীন্দ্রনাথের এই ছড়াটি খুবই প্রিয় ছিলো। অসাধারন।

    ReplyDelete