بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
সূরা নং-১১০, আন নাসর-Sura An Nasr
আয়াতঃ ০৩, মাদানী সূরা।
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَ الۡفَتۡحُ
১।যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।
وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰهِ اَفۡوَاجًا ۙ
২।আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন।
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ ؕؔ اِنَّهٗ کَانَ تَوَّابًا
৩।তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।
আমিন
ReplyDeleteআলহামদুল্লিাহ ভালো করে সব কিছু প্রতি নিয়ত জানার দরকার আমাদের
ReplyDelete